ফুলবাড়ীতে রাস্তার কোল ঘেষে বালু উত্তোলন হুমকির মুখে ফুলবাড়ী আমডুঙ্গী হাট সড়ক॥

মোঃ মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি;

    দিনাজপুরের ফুলবাড়ীতে রাস্তার কোল ঘেষে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে ফুলবাড়ী-আমডুঙ্গীহাট সড়ক।
বৃহস্পতিবার আমডুঙ্গী হাট গিয়ে দেখা যায়, আমডুঙ্গিহাটের পূর্বদিকে সড়কের কোল ঘেষে গভীর খাল খনন করে বালু স্কেবেটার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন রাজারামপুর গ্রামের জনৈক মাসুদুর রহমান চৌধুরী নামে এক বালু ব্যবসায়ী। এতে আমডুঙ্গিহাটসহ ৫গ্রামের মানুষের যাতায়াত করা পাকা রাস্তাটি হুমকির মুখে পড়েছে। যে কোন সময় ধ্বসে গিয়ে ভেঙ্গে যেতে পারে রাস্তাটি । এ বিষয়ে বালু ব্যবসায়ী মাসুদুর রহমান চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা তিনি বলেন, এই বালুগুলি আমি ভরাট করেছিলাম, সেগুলোই তুলছি। এ বিষয়ে সরকারি কোনো অনুমতি আছে কিনা জিজ্ঞেস করা হলে, তিনি সাংবাদিককে বলেন আমার জমিতে বালু সরকারের অনুমতি কেন? এ দিকে উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তৎক্ষনাত ঘটনাস্থলে যান। এ সময় বালু ব্যবসায়ী মাসুদুর রহমান চৌধুরী ১ সপ্তাহের মধ্যে খালটি ভরাট করে দেওয়ার অঙ্গীকার করেন। অঙ্গীকারে মুচলেকা দিলে উপজেলা নির্বাহী তাকে ছেড়ে দেন।
অন্যদিকে আমডুঙ্গিহাট যাতায়াতকারী ও তার সংলগ্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, গত ইউপি নির্বাচনে মাসুদুর রহমান চৌধুরীর ছোটভাই মামুনুর রশীদ চৌধুরী বিপ্লব শিবনগর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তার ভাইয়েরা একের পর এক বেআইনী কাজকর্ম করে যাচ্ছে। এ জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 5830413524508122358

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item