ডোমারের চিলাহাটিতে মেধা বিকাশ কেন্দ্র প্রয়াসের উদ্দ্যোগে ৩৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

এ.আই পলাশ, চিলাহাটি নীলফামারী প্রতিনিধি ঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজের হলরুমে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে মেধা বিকাশ কেন্দ প্রয়াস কর্তৃক এসএসসি পরীক্ষা ২০১৬ এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মেধাবিকাশ কেন্দ্র প্রয়াসের সভাপতি আজাদুল হক প্রামাণিক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী ১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দীন সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিলাহাটি সরকারী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও প্রয়াসের উপদেষ্টা আ.ত.ম. জহিরুল ইসলাম প্রামাণিক, বক্তব্য রাখেন প্রবীন শিক্ষক লুৎফর করিম, আব্দুল কাদেও আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার কানু, প্রয়াসের সম্পাদক জি.এম মমিনুর রহমান বাপ্পী, মাখদুুদুল হক জুয়েল প্রমূখ। প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে বলেন, আজ ডোমার উপজেলার চিলাহাটির মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের ২২জন, চিলাহাটি গার্লস্ স্কুল এন্ড কলেজের ১৪ জন, গোমনাতী উচ্চ বিদ্যালয়ের ২জনসহ মোট ৩৮ ছাত্র-ছাত্রী ২০১৬ইং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে তারা এলাকার সুনাম অর্জন করেছে। তাদের এই চলার পথকে আরো উজ্জল করার জন্যই প্রয়াস থেকে এই উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে।  অপরদিকে ২০১১ সাল থেকে মরহুম বজলার রহমান বসুনীয়া স্মৃতি বৃত্তি উপলক্ষে ৩৮ জন ছাত্র-ছাত্রীর মধ্যে প্রথম  তিন জনকে আর্থিক সহায়তা ও  ক্রেস্ট প্রদান করেন কবি মঞ্জিল মুরাদ বাবলু। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য দীর্ঘ ১৬ বছর যাবত এই “প্রয়াস” এলাকার ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের লক্ষ্যে এই অনুষ্ঠান করে থাকেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1092731610785243059

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item