ডোমারে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভায় অটোবাইক প্রতি একহাজার টাকা চাঁদা তোলার প্রতিকার চাইলেন আওয়ামীলীগ নেতা ।

স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর ডোমারে পুলিশের ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশং সভায়  অটোবাইক প্রতি এক হাজার টাকা চাদাঁ তোলার প্রতিকার চাইলেন আওয়ামীলীগ নেতা । বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে (তিন ঘন্টাবাপী ) ডোমার থানা চত্ত্বরে এ সভার আয়োজন করে ডোমার থানা ও কমিউনিটি পুলিশিং সভা।
এ  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারন মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু মারুফ হোসেন। ডোমার থানার অফিসার্স ইনচার্জ আহমেদ রাজিউর রহমান রাজুর সভাপতিত্বে সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক খায়রুল আলম বাবুল, সম্পাদক তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম, বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট,অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আবু ফাত্তাহ্ কামাল (পাখি), ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদ আহমেদ শান্তু, কাউন্সিলর আক্তারুজ্জামান সুমন, সৈয়দ বীন মোর্শেদ, মিজানুর রহমান তুলু, উপজেলা যুবলীগ সম্পাদক আমিনুর রহমান রিমুন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তরা  ক্রিকেট জুয়া, রাত ১২ টার পরে অপ্রযোজনীয় ঘোরাফেরা,  মিমাংসাযোগ্য মামলায় দ্রুত ফাইনাল রির্পোট দেওয়া,ওপেন হাউস ডে অনুষ্টানে নারীদের অংশ গ্রহন নিশ্চিত করা, বিভিন্ন ইউনিয়ন পরিষদে পর্যায় ক্রমে ওপেন হাউস ডে করা, মাদকের ডিলার ও পৃষ্টপোষকদের বার বার গ্রেফতার করা, পার্শ্ববতী পঞ্চগড় জেলা থেকে অটোবাইক চুরি করে ডোমারে আস্ত  বা খুলে অটোবাইক বিক্রি বন্ধ করার  অনুরোধ করেন ।
এ ছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বলেন,ডোমারে হাজার হাজার  অটোবাইক চলছে,প্রতিটি অটো থেকে এক হাজার টাকা চাদা  তোলা হচ্ছে,এ টাকা কোথায় যাচ্ছে, এর হোতাদের আইনের আওতায় আনা ।

পুরোনো সংবাদ

নীলফামারী 3238391847477209667

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item