ফুলবাড়ী সীমান্তে বিজিবির কড়া নজরদারী ও জনসচেতনতার কারনে চোরাচালান শূন্যের কোটায় ॥

মোঃ মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির আওতায় সীমান্তে বিজিবির কড়ানজর দারী ও জনসচেতনতার কারনে চেরাচালান,নারীশিশু পাচার,মানুষ হত্যা শূন্যের কোটায় নেমে এসেছে।ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কোরবান আলী দায়িত্ব ভার পাওয়ার পর সীমান্ত এলাকায় সুধিজনদেরকে নিয়ে সেমিনার এবং মতবিনিময় সভা করে জনসচেতনতা বৃদ্ধি করার কারনে সীমান্তে বর্তমান কাঁটাতারের বেড়া কেটে কেউ চোরাপথে  আর ভারতে যাচ্ছেনা।যার কারনে সীমান্তে সবরকম অবৈধ্য কার্যক্রম বন্ধ হয়েগেছে। গত ১৯ শে অক্টোবর ২৯ বিজিবির কাটলা সীমান্ত এলাকার মোঃ আবু তাহের ফুলবাড়ীর রুদ্রানী সীমান্তে মোঃ মোজাহার আলীর সাথে পৃথক পৃথক ভাবে সীমান্তে চোরাচালান বিষয়ে কথা বললে তারা জানান এক সময় ব্যাপক চোরাচালান ছিল।বর্তমান ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কোরবান আলী সীমান্তে সভা,সেমিনার করে জনসচেতনতা গড়ে তোলার কারনে বর্তমান সবরকম কার্যক্রম শূন্যের কোটায় নেমে এসেছে। আমরা এলাকার মানুষকে খারাপ পথ থেকে সরে এসে ভাল কাজ করার পরামর্শ দিয়েছি।আজ তারা ব্যাবসা করে জীবন জীবিকা নির্বাহ করছে। অনেকে সীমান্তে চোরাপথে কিছু টাকার বিনিময়ে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী (বি এস এফ ) এর গুলিতে জীবন হারিয়েছে। আমরা অনেককে ঐ পথ থেকে সরেআসতে বলেছি। তাই এ সীমান্তে আর এ সব কার্যক্রম নেই।
এ ব্যাপারে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কোরবান আলীর সাথে গতকাল বৃহঃস্পতিবার কথা বললে তিনি জানান, সীমান্তে অবৈধ্য পথে চোরাচালালানীরা কাটা তারের বেড়া কেটে গরু আনতে গিয়ে (বি এস এফ) এর হাতে নিহত হত । এটা আমাদের কোন ভাবে মেনে নেওয়া সম্ভব নয়। কারন সবায় যে খারাপ লোক তা নয়। ভাল লোকদেরকে অর্থের লোভ দেখিয়ে কিছু খারাপ লোক ঐ পথে নিয়ে যাচ্ছিল । আমরা অনেক পরিশ্রম করে জনসচেতনতার মাধ্যমে সীমান্তে চোরাচালান ও হত্যা শূন্যের কোটায় এনেছি। এ কাজের জন্য সবার সহোযোগিতা রয়েছে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 4131556196254023645

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item