রংপুরে মেডিকেল কর্মচারী হত্যার বিচারের দাবিতে স্মারকলিপি পেশ

মামুনুর রশিদ মেরাজুল রংপুর 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালালের চতুর্থ শেণির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোকলেছুর রহমানের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালের সামনে মানববন্ধন করে। মানববন্ধন শেষে পুলিশ সুপার, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করে।
সকাল সাড়ে ১১ টায় শুরু হওয়া মানববন্ধন চলে ঘণ্টাব্যাপী। রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির সকল কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে হাসপাতাল থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর মোকলেছুর রহমানের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নিহতের পরিবারের সদস্য ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।এ সময় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী খোরশেদা বেগম, ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির নেতা জলিল মিয়া, ফরিদা বেগম, মোসলেম উদ্দিন, আব্দুল গফুর, নোমানসহ কর্মচারী সমিতির অন্যান্য সহকর্মীরা।উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর রমেকের ৪র্থ শেণির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোকলেছুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে নিহতের স্ত্রী খোরশেদা বেগম বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুরোনো সংবাদ

রংপুর 2223383077701171755

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item