১৭ সেপ্টেম্বর রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও কনসার্ট

পরিষদ নেতা যাদু হত্যা মামলার ধীর গতিতে উদ্বেগ ও সাংবাদিক উৎস হত্যায় জড়িতদের সনাক্ত এবং গ্রেফতার করতে না পারায় নিন্দা-ক্ষোভ ॥ আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত

হাজী মারুফ ॥
রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের উদ্যোগে আগামী ১৭ সেপ্টেম্বর রংপুর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মাঠে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ছাত্র-যুব সমাবেশ এবং কনসার্ট’ এর আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত সমাবেশ ও কনসার্ট চলবে। গত শুক্রবার সন্ধ্যায় রংপুর প্রেসক্লাবের নিচ তলায় রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাক রংপুর অফিস প্রধান এবং জিটিভি প্রতিনিধি ওয়াদুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভায় ওই কর্মসূচি চুড়ান্ত করা হয়। সভা শুরুর আগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারের শাহাদতের ঘটনা এবং পরিষদের অন্যতম সংগঠক ও যুবলীগ নেতা সাজিদ পারভেজ যাদু এবং পরিষদের অন্যতম নেতা দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার মশিউর রহমান উৎসের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে গত ২২ আগষ্ট পরিষদের এক মতবিনিময় সভায় ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ছাত্র-যুব সমাবেশ এবং কনসার্ট’ এর নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সমাবেশ ও কনসার্ট করার লক্ষে গত ১ সেপ্টেম্বর রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ারের কাছে লিখিতভাবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মাঠ ব্যবহারের অনুমতি নেওয়া হয়। সমাবেশ ও কনসার্টে রংপুরের মুক্তিযুদ্ধের পক্ষে সকল গণ, যুব, ছাত্রসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আমন্ত্রিত অতিথিরা কনসার্ট চলাকালে গান কিংবা অন্য পারফরমেন্সের মাঝে মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া পবিত্র ঈদুল আযহার আগেই বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের নিজস্ব ওয়েব সাইট ও ফেসবুক পেইজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঈদের পর পরিষদের অন্যতম সংগঠক ও যুবলীগ নেতা সাজিদ পারভেজ যাদু হত্যা মামলার সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নিয়ে করণীয় নির্ধারণ এবং পরিষদের অন্যতম নেতা দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার মশিউর রহমান উৎস হত্যার সঙ্গে কারা জড়িত তাদের সনাক্ত কিংবা গ্রেফতার করতে না পারায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে অবিলম্বে এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেয়া না হলে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষে আরও কিছু সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে রংপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল হোসেন সরকার বাবলু, বিশিষ্ট ছড়াকার ও সংস্কৃতিকর্মী আশাফা সেলিম, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সনু, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম, দৈনিক পরিবেশের বার্তা সম্পাদক মামুন রশীদ, নুরপুর-মহাদেবপুর ঐক্য যুব সংঘের সভাপতি আওয়ামী লীগ নেতা ও সংগঠক শাহাজাদা আরমান, যুব নেতা ও সংগঠক আকিব-বুর রহমান মনু, নুরপুর-মহাদেবপুর ঐক্য যুব সংঘের নেতা ও যুবনেতা আব্দুল মতিন, সংগঠক ও সমাজকর্মী তানবীর হোসেন আশরাফী, সংস্কৃতি কর্মী ও সংগঠক মাহমুদুন নবী বাবুল, মুক্ত পায়রার প্রতিষ্ঠাতা ও কন্ঠ তারকা লিটন পারভেজ মান্না, জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি ওসমান গনি, রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক, মহানগর জাসদ ছাত্রলীগের সহ-সভাপতি শিহুরুল আলম স্মরন, মহানগর ছাত্রলীগের সভাপতি শফিয়ার রহমান স্বাধীন, কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মনিরুজ্জামান তালুকদার মনির, সংগঠক ও সমাজকর্মী সোহেল হোসেন, রংপুর মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মান ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী তন্ময়, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মেরাজুল ইসলাম রঞ্জু, ফারিয়া কেন্দ্রীয় কমিটি প্রধান উপদেষ্টা ও জনস্বাস্থ্য অধিকার আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সম্পাদক বেলাল আহমেদ, ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আইটি সম্পাদক ও রংপুর জেলা সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, রংপুর ব্যান্ড এসোসিয়েশন রামবা’র নেতা মোহাম্মদ রাহেল চৌধুরী পিন্টু, জাতীয় ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক সোবহান মজিব বিদ্যুৎ, ২৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন রতন, সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন, সংগঠক ও সমাজকর্মী তানভীর আহম্মেদ, সংগঠক ও সমাজকর্মী সাজু আহম্মেদ, রংপুর সাইকেল রাইডার্সের আর.সি.আর সভাপতি রেফায়েত জাহান রাফি, নাজমুল ইসলাম নবী, রাব্বী খান, বিশ্বজিৎ, কাওছার হামিদ, অনিক দত্ত, ফাহিম আলম, শৈলেন চন্দ্র রায়, আব্দুর খলেক, জাহিদ হাসান ইমাম, আব্দুল মতিন, শামসুজ্জামান শামীম, সুমন হোসেন, আরিফ হোসেন, ইয়ামিন আহমেদ, মোতালেব হোসেন, আহম্মেদ স্মরন, মোঃ আসিফ, মোঃ ফাহিম, এস,আই রাহাত হোসেন, সাহস হোসেন, নিতন আরাফাত, রিয়াদ মোল্লা, নোমান মাহমুদ, রিয়াজ মোহাম্মদ, আল শাহরিয়ার  সাহস, রকিবুজ্জামান সোহেল,  তৌহিদুল ইসলাম প্রমুখ।

পুরোনো সংবাদ

রংপুর 6281553556720838758

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item