চিলাহাটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

এ.আই পলাশ, চিলাহাটি নীলফামারী প্রতিনিধি ঃ-
  নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী ও কেতকীবাড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশের মাধ্যমে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয় ৩রা সেপ্টেম্বর ২০১৬ইং সকালের দিকে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করে। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেন চিলাহাটি গালর্স স্কুল এন্ড কলেজ, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজ, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়,  মুক্তিরহাট উচ্চ বিদ্যালয়, চিলাহাটি কারেঙ্গাতলী উচ্চ বিদ্যালয়, কাঠালতলী মাধ্যমিক বিদ্যালয়, খানকায়ে কেরামতিয়া উচ্চ বিদ্যালয়, চিলাহাটি জে,ইউ ফাজিল মাদ্রাসা, খানকায়ে কেরামতি দাখিল মাদ্রাসা,  চিলাহাটি সরকারী কলেজ, চান্দখানা জি.আর উচ্চ বিদ্যালয়, কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয়, জোড়াবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান এই জঙ্গী ও সন্ত্রাস বিরোধী  অভিভাবক সমাবেশর আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন  চিলাহাটি গালর্স স্কুল এন্ড কলেজ, অধ্যক্ষ আইয়ুব আলী, কমিটির সভাপতি ,মুরাদ আলী প্রামানিক, খানকা দাখিল মাদ্রাসার  সুপার আলহাজ্ব মাওঃ সৈয়দ মাসরুর আল মাসুম, কমিটির সভাপতি ফারাজ উদ্দিন, চিলাহাটি জে,ইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জাকির হোসেন, সভাপতি নাজমুল হোসনে, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারুখ হোসেন রাজু, সভাপতি হাফিজুর রহমান বকুল, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সভাপতি মমিনুল ইসলাম লুলু, কাঠালতলী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আনিছুর মাসুদ খোকন, সভাপতি রেয়াজুল ইসলাম কালু, চান্দখানা জি.আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজওয়ানুল কবির, সভাপতি আব্দুল আজিজ, খানকায়ে কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহব্বত হোসেন, সভাপতি আবু বক্কর সিদ্দিক। বক্তারা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন নিজ নিজ ছেলে মেয়েদের প্রতি দায়িত্ব সজাগ থাকলেই  ছেলে মেয়েরা বিপদের সম্মুখীন হবে না। অবসর সময়ে আপনাদের সন্তানরা কাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে সেই দিকেও দৃষ্টি দিতে হবে তাহলেই  এই দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গী নিমুর্ল করা সম্ভব হবে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2888255984232272442

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item