দিনাজপুরের হিলি সীমান্তে ২ কেজি সোনার বারসহ আটক ১

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:-
দিনাজপুরের হিলি সীমান্তে ২ কেজি সোনার বারসহ সামছুল আলম (৪৮) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক ছামসুল ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব ধরঞ্জী গ্রামের মৃত শাহেব আলীর ছেলে।

২৭শে সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় হিলি জয়পুরহাট সড়কের আটাপাড়া থেকে তাকে আটক করে বিজিবি সদস্যরা।

বিজিবি হিলি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার একেএম মোস্তফা জানান, ওই দিন হিলি সীমান্ত এলাকা থেকে ভারতে সোনা পাচার করা হচ্ছে, এমন খবর পেয়ে ল্যান্স নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল হিলি জয়পুরহাট সড়কের আটাপাড়া রেলগেটে অবস্থান নেয়। এসময় এক ব্যক্তি হিলি থেকে মোটরসাইকেলে করে তাদের কাছাকাছি এলে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেয়। পরে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে মোটরসাইকেল থাকা বাজার করার ব্যাগে ১ কেজি ওজনের ২টি সোনার বার উদ্ধার করে। পরে তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তিনি এ কাজ করে আসছিলেন। উদ্ধারকৃত সোনার দাম দুই কোটি টাকা হবে বলে, জানান তিনি।

এ ব্যাপারে মামলা করা হয়েছে, বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6904851235566964125

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item