ডিমলায় তিস্তার ভাঙ্গনে বিজিবি ক্যাম্প

বিশেষ  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর॥
তিস্তা নদীতে তৃতীয় দফায় নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে। বুধবার রাত হতে নদীর গতিপথ পরিবর্তনের কারনে  নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের বামতীরের চরখড়িবাড়ী সীমান্তে বিজিপি ক্যাম্পটির ভেতর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে। সেই সাথে বিজিবি ক্যাম্পটি নদী ভাঙ্গনের মুখে পড়েছে। ফলে ক্যাম্পে থাকা সকল প্রকার আগ্নে অস্ত্র,মালামাল সহ ক্যাম্পের জোয়ানদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। চরখড়িবাড়ি বিজিবি ক্যাম্পটির দ্বিতল ভবনটি রক্ষার জন্য এলাকাবাসী আজ বৃহস্পতিবার সকাল হতে স্বেচ্ছাশ্রমে গাছ ও বাঁশ কেটে পাইলিং এর মাধ্যমে চেস্টা চালিয়ে যাচ্ছে।

টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, গত  দেড় মাস আগেও   দুই দফায় তিস্তার ভাঙ্গনে ওই্ এলাকার ৮টি গ্রামের দুই হাজার পরিবারের ভিটাবাড়ি, ৬ টি   স্কুল,দুইটি হাটবাজার, কমিউনিটি ক্লিনিক, ব্রীজ কালভার্ট বিলিন হয়। এবার বুধবার রাত হতে তিস্তা নদী পুনরায় গতিপথ পরিবর্তনে এবার চরখড়িবাড়ি বিজিবি ক্যাম্পটি ভাঙ্গনের মুখে পড়েছে। বৃহস্পতিবার সকাল হতে এলাকাবাসীকে সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমে বিজিবি ক্যাম্পটি রক্ষার জন্য গাছের গুড়ি ও বাঁশের পাইলিং এর মাধ্যমে  রক্ষা করার চেস্টা করা হচ্ছে।চরখড়িবাড়ী বিজিপি ক্যা¤েপর  কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দিন  জানান,ক্যাম্পটি তিস্তা নদীর ভাঙ্গনের মুখে পড়ায় ক্যাম্পের  জোয়ানরা সকল মালামাল সরিয়ে এলাকার আনন্দ বাজার নামক স্থানে দুটি ঘরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বর্তমানে তিস্তা নদীর গতিপথপরিবর্তনে বিজিবি ক্যাম্পের উত্তর ও দক্ষিন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। ৭ বিজিবির অধিনায়ক মেজর মুহিত জানান ঘটনা জানতে পেরে এলাকাটি তিনি পরিদর্শন করেছেন। সেই সাথে ভাঙ্গন রোধের জন্য পানি উন্নয়ন বোডকে অবগত করা করেছেন।ডালিয়া পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজার রহমান বলেন  জরুরী ভিত্তিত্বে ভাঙ্গন রোধের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4148312035760734785

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item