কোটভাজনী বিলুপ্ত ছিট মহলে ঈদগাঁহ্ ময়দানের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদকঃ

কোট ভাজনী বিলুপ্ত ছিট মহলে নতুন ঈদগাঁহ ময়দানের কমিটি গঠন করা হয়েছে। ২৫আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪টায় দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কোটভাজনী ইঞ্জিনিয়ার এসএম রূম্মান পাড়ায় ঈদগাঁহ্ মাঠে এক জরুরী সভায় সকলের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। জমিদাতা সিরাজুল ইসলাম মাষ্টার কে সভাপতি, মিলন হক, আক্তার উদ্দিন, নুর আলম সহ-সভাপতি, সাধারণ সম্পাদক আহসানুল করিম সুমন সহ-সাধারণ সম্পাদক করিমুল ইসলাম,হাফেজ মোঃ মোতালেব হোসেন দপ্তর সম্পাদক, আজম সরকার কোষাধক্ষ্য, আব্দুল কাদের প্রচার সম্পাদক সহ অফিজ উদ্দিন, সহিদুল ইসলাম, আব্দুল মজিদ, মোস্তফা আলী, অজোর উদ্দিন, নুর ইসলামকে কার্যকরী সদস্য করে ১৫ সদস্য বিশিস্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উল্ল্যেখ্য গত ৭জুলাই  আনুষ্ঠানিক ভাবে এ ঈদগাঁহ্ ময়দানের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। এলাকার মরহুম আমেতুল্ল্যা সরকারের ছেলে সিরাজুল ইসলাম মাষ্টার তার নিজস্ব বেশকিছু জমি এতে দান করেন। বিলুপ্ত ছিটমহল বাসীর সুবিধার্থে বায়তুল রিয়াদ জামে মসজিদ, রওফুন ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এবার নতুন করে ঈদগাঁহ ময়দান প্রতিষ্ঠা করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কোট ভাজীনীর বিলুপ্ত ছিট মহলবাসী।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 2542716851897942577

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item