সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধে রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের কর্মসূচি ঘোষণা

হাজী মারুফ  ॥
রংপুরের জনস্বার্থ সংশ্লিষ্ট দাবি আদায়ের লক্ষে গত শনিবার রাতে রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের উদ্যোগে রংপুর প্রেসক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদের আহ্বায়ক এবং দৈনিক ইত্তেফাকের রংপুর অফিস প্রধান ও জিটিভি প্রতিনিধি ওয়াদুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারকে নির্মমভাবে হত্যা এবং সন্ত্রাসিদের হাতে নিহত বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের অন্যতম নেতা ও সংগঠক যুবলীগ নেতা সাজিদ পারভেজ যাদু এবং দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার ও পরিষদের অন্যতম নেতা মশিউর রহমান উৎসকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এক মিনিট নিরবতা পালন এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। সভায় সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে পবিত্র ঈদুল আযহার পর ছাত্র-যুব সমাবেশ, আলোচনা সভা ও কনসার্টের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া অনতিবিলম্বে রংপুর থেকে ঢাকাগামী আরেকটি দিবাকালীন আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানানো হয়। অন্যথায় রংপুর রেল ষ্টেশনে অবস্থান ধর্মঘট, ঘেরাও করে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন সামাজি, সাংস্কৃতিক, রাজনৈতিক, ছাত্র-যুব ও পেশাজীবী সংগঠন, গণমাধ্যম কর্মী, বিভিন্ন ওয়ার্ড, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় পত্রিকাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় সভার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের পুর্ণাঙ্গ কমিটি গঠন করে পরিষদের ৩৩ দফার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলোসহ পর্যায়ক্রমে অন্যান্য দাবি নিয়ে আন্দোলন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হবে। সভায় উপস্থিত পরিষদের নেতৃবৃন্দ বাদে অন্যান্য নেতৃবৃন্দ ও সংগঠককে বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য করে নেয়া হয়।
সংস্কৃতি কর্মী ও পরিষদ নেতা মাহমুদুন নবী বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বৈশাখী টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি ও পরিষদের অন্যতম নেতা আফতাব হোসেন, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রধান নির্বাহী পরিচালক গুলশান আরা ইয়াছমীন, দৈনিক মায়া বাজার পত্রিকার নির্বাহী সম্পাদক ও পরিষদ নেতা স্বপন মিঞাজী, দৈনিক নতুন স্বপ্ন পত্রিকার সম্পাদক ও পরিষদ আব্দুল আজিজ চৌধুরী সাঈদ, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, পরিষদ নেতা সাংবাদিক সাইফুল ইসলাম, উত্তরবাংলা ডট কমের প্রকাশক মুরাদ মাহমুদ, জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর সভাপতি পরিষদ নেতা মোঃ ওসমান গনি, মহানগর জাসদ ছাত্রলীগের সহ-সভাপতি ও পরিষদ নেতা শিহুরুল আলম স্মরন, রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান স্বাধীন, সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন, ফারিয়া কেন্দ্রীয় কমিটি প্রধান উপদেষ্টা ও জনস্বাস্থ্য অধিকার আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সম্পাদক বেলাল আহমেদ, ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন কেন্দ্রীয় আইটি সম্পাদক ও রংপুর জেলা সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, জাসদ ছাত্রলীগের কারমাইকেল কলেজ শাখার সভাপতি রাকিবুল ইসলাম, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমেদ, জাতীয় ছাত্র সমাজ কারমাইকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সাতমাথা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও পরিষদ নেতা সাংবাদিক কামরুজ্জামান সেলিম, রংপুর সরকারি কলেজের মোস্তাইন বিল্লাহ, রংপুর মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী তন্ময়, যুগ্ম সম্পাদক রুম্মান ইসলাম, দপ্তর সম্পাদক সাফিউর রহমান সাফি, ছাত্র বৃত্তি সম্পাদক সফিকুজ্জামান সোহেল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সেরাজুল ইসলাম রঞ্জু, রংপুর জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম শামীম, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগরের সদস্য সচিব আমিনুল ইসলাম, মা-বাবা কন্সট্রাকশনের স্বত্ত্বাধিকারী সোহরাব হোসেন, ২৬নং ওয়ার্ড ছাত্রলীগের রিফায়েতুল বসুনীয়া মুন্না, মহাদেবপুর আলমনগরের হাসান সাদিক চয়ন, রংপুর সাইকেল রাইডার্সের আর.সি.আর সভাপতি রেফায়েত জাহান রাফি, আরসিআর নেতা মাহাবুবুল আরেফীন শাওন, আরিফ ফয়সাল স্মরন, জেলা ছাত্রদলের জুবায়ের হাসান রুজু, কারমাইকেল কলেজের আসাদুর রহমান আসাদ, নাঈম হোসেন, সদস্য তানভীর আহমেদ শুভ, জেলা ছাত্রলীগ সদস্য রাকিব মাহমুদ রবিন, তুষার ইমরান, এটিআই’র সভাপতি আল আমিন, মোকতার হোসন, ২৬নং ওয়ার্ডের শেখ জামিউল ইসলাম পাপ্পু, জাহিদ হাসান ইমাম, আখতার হারুন, মাসুদ পারভেজ, মাসরুদ হোসেন, শিক্ষার্থী নবী, নাহিদ সারোয়ার সুমন, তানভীর, নারায়ন, সাজু আহমেদ প্রমুখ। সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংবাদিক, সংস্কৃতিক কর্মী, ক্রীড়াবিদ ও ক্রীড়ামোদী, ছাত্র-যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং পরিষদের সকল সদস্য, আমন্ত্রিত ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 8401837475982193907

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item