হরিদেবপুরে জনৈক প্রভাবশালী দেবোত্তর সম্পত্তির প্রায় ২লক্ষ টাকার মুল্যের গাছ কেটে আত্মসাৎ

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের পানবাজার হরিদেবপুর গ্রামের শ্রী নরোত্তম মহন্ত নামে এক প্রভাবশালী গায়ের জোড়ে দেবোত্তর সম্পত্তির উপর লাগানো প্রায় ২ লক্ষ টাকার মুল্যের ফলজ ও বনজ ৫৫/৬০ গাছ কেটে আত্মসাৎ করেছেন। গত বৃহস্পতিবার পাগলাপীরের হরিদেবপুর ইউনিয়নের হিন্দু পল্লী পানবাজারের হরিদেবপুর গ্রামে এআত্মসাৎ ঘটনাটি ঘটেছে। এ ঘটনা কেন্দ্র করে গত ২ দিন ধরে গ্রামে হিন্দু সম্প্রদায়দের মাঝে চাপাক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে বলে অভিযোগ পাওয়াগেছে। জানাগেছে হরিদেবপুর ইউনিয়নের হিন্দু পল্লী পানবাজার হরিদেবপুর গ্রামের স্বর্গীয় কিংকর মহন্তের পুত্র প্রভাবশালী শ্রী নরোত্তম মহন্ত দেবোত্তর সম্পত্তি রক্ষনাবেক্ষনা ও হরিসভা পরিচালনার কমিটির সভাপতি ডাঃ এইচকে সরকার (ঋষি), সম্পাদক শ্রী দেবেন্দ্র নাথসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দদের না জানিয়ে গায়ের জোড়ে ক্ষমতার দাপট দেখিয়ে তিনি ঘটনার দিন বৃহস্পতিবার দেবোত্তর সম্পত্তির উপর লাগানো প্রায় ২ লক্ষ টাকা মুল্যের কাঠাল, আম লিচু, জাম, পেয়ারাসহ বিভিন্ন ফলমুল ও বনজ ৫৫/৬০ গাছ কেটে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন। এদিকে গাছ কাটা ঘটনা কেন্দ্র করে গ্রামে ধর্মপ্রাণ হিন্দুসম্প্রদায়দের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। সরেজমিনে হরিদেবপুর গ্রামের ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়রা জানান, নরোত্তম মহন্ত গ্রামের একজন প্রভাবশালী লোক হওয়ায় তার অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। তার সন্ত্রাসী কর্মকান্ডের কারণে গ্রামের ধর্মপ্রান ব্যক্তিরা দীর্ঘ দিন ধরে নানা সামাজিক কর্মকান্ডের বাধাগ্রস্থের শিকার হচ্ছেন। গত বছর হরিসভায় ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহন করতে এসে বিশ্বনাথপুর গ্রামের বিধান লিটন ধনঞ্জয়, অনন্ত সহ গ্রামের ২০/২৫ জন ব্যক্তি প্রভাবশালী নরোত্তমের সন্ত্রাসী কর্মকান্ডের শিকার হয়েছেন। এর ফলে বিশ্বনাথপুর গ্রামের হিন্দু সম্প্রদায়রা ওই দেবোত্তর সম্পত্তির ৫০ শতক জমি দখল করে সেখানে মন্ডপ মন্দির হরিসভা স্থাপন করে ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করে আসছে। জানা যায় হরিদেবপুর হরিসভা দেবোত্তর নামে প্রায় ৪ একর সম্পত্তি রয়েছে। এর মধ্যে প্রায় আড়াই একর সম্পত্তির প্রভাবশালী নরোত্তম মহন্ত অবৈধ ভাবে ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে জমির ফসলাদি পুকুরের মাছ জমিতে চাষাবাদকৃত শস্য সমূহ তিনি আত্মসাৎ করে চলছেন। এ ব্যাপারে হরিদেবপুর গ্রামের ধর্মপরায়ন হিন্দু সম্প্রদায়রা দেবোত্তর সম্পত্তি হরিসভা রক্ষায় ও গাছ কেটে ফেলে আত্মসাৎকারী প্রভাবশালী নরোত্তম মহন্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গত বৃহস্পতিবার রংপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ দাখিলের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার কোতয়ালী থানার এসআই মোঃ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল তদন্ত করেছেন।

পুরোনো সংবাদ

রংপুর 4255599345511557487

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item