নীলফামারীতে আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরনে মতবিনিময় সভা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২০ আগষ্ট॥  
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইনোভেশন ইউনিটের উদ্যোগে আজ শনিবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে “আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরন ও অগ্রগতি পর্যালোচনা এবং ফ্রন্ট ডেস্ক ও সিটিজেন চার্টার ও বার্ষিক কর্ম-সম্পাদনা চুক্তি বিষয়ে  মতবিনিময় সভা” অনুষ্ঠত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইনোভেশন ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: আবদুল হালিম।
নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেনের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব, সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ  জেলা রেজিস্টার আব্দুস সালাম,জেলা সমাজ সেবার উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরননাহার শাহজাদী, জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান রাবেয়া আলিম, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সাধারন সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, বগ মসজিদের পেশ ঈমাম মওলানা আশরাফুল হক, সাংবাদিক তাহমিন হক ববী, জেলা নিকাহ রেজিষ্টার সমিতির সভাপতি আব্দুর আজিজ প্রমুখ।
সভায় জেলার ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তা,জেলা প্রশাসনের সহকারি কমিশনার গণ অংশ নেন।সভায় জানানো হয়- বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধে সবচেয়ে কাছের সহায়ক শক্তি হতে পারেন বিভিন্ন পর্যায়ের কাজী, বিবাহ রেজিষ্ট্রার কিংবা পুরোহিতবৃন্দ। এ কারণে আইনানুগ বিবাহ নিশ্চিত করতে কাজি, পুরোহিত, ইমাম ও বিবাহ রেজিষ্ট্রারসহ সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
অপর দিকে উক্ত সভা শেষে  একই স্থানে  জেলা প্রশাসনের পক্ষে জনগনের সেবা প্রদানে  ফ্রন্ট ডেস্ক ও সিটিজেন চার্টার ও বার্ষিক কর্ম-সম্পাদনা চুক্তি বিষয়ে  মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।  এই সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা,কর্মচারী,ও সুশীল সমাজ অংশ নেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 1948926905057495264

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item