ফলোআপঃ কিশোরগঞ্জে পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভির তার ছিড়ে আরো একজনসহ ৩ জনের মৃত্যু আহত ১০

মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী) সংবাদদাতা ॥

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রামে পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভির তার ছিড়ে পরে গত রোববার রাতে ঘটনাস্থলে মারা যায় সাজেদুল ইসলাম বাবু (২৫) এবং আহত হয় ১১জন। আহতদের আশংকা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিনই মারা যায় তারিকুল ইসলাম (৩৫)
আহত অবস্থায় নাঈম আলীকে (১০) লাইফ সার্পোটে রাখলে মঙ্গলবার ভোর রাতে তার মৃত্যু হয়। এঘটনায় এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হলো।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গত রোববার রাত ৮টার পর থেকে ওই গ্রামের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যায়। এসময় পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভি লাইনের তার ছিড়ে পরে ওই এলাকার বিপ্লবের ঘরে। এসময় বিপ্লবের একটি ঘর পুড়ে যায়। আগুন নিভাতে এলাকাবাসী এগিয়ে এলে ওই গ্রামের জাবেদ আলীর ছেলে সাজেদুল ইসলাম (২৫) ঘটনাস্থলে মারা যায়। এঘটনায় আহত হয় ১১ জন। আহতদের আশংকা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় কফিল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৩৫)। আহতদের মধ্যে তহির উদ্দিনের বাড়িতে থাকা নাতি নাঈম আলী (১০) কে লাইফ সার্পোট দিয়ে রাখে ডাক্তাররা। দীর্ঘ ৪৮ ঘন্টা মৃত্যু যন্ত্রনা ভোগ করে গত মঙ্গলবার নাঈম আলীর মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩জনের মৃত্যু হলো। আহত ১০জনের মধ্যে আরো ৩জনের অবস্থা সংকটাপন্ন বলে তাদের পারিবারিক সুত্র জানায়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ ৩ জনের মৃত্যর বিষয় নিশ্চিত করেছেন।    

পুরোনো সংবাদ

নীলফামারী 108735447816008451

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item