জলঢাকায় কৃষকলীগ ও মটর শ্রমিক ইউনিয়নের জাতীয় শোক দিবস পালন।

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নীলফামারীর জলঢাকায় সোমবার সকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে কৃষকলীগ নেতা ও সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলুর নেতৃত্বে উপজেলা ও পৌর কৃষকলীগের একটি শোকর‍্যালী ট্রাফিকমোড় থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপষ্হিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক আশরাফ হোসেন, পৌর সভাপতি মোখলেছুর রহমান সন্জু, সাধারন সম্পাদক মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে দুঃস্হদের মাঝে খাদ্য বিতরন করা হয়।

এদিকে মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদের নেতৃত্বে সকল শ্রমিক সংগঠনের অংশগ্রহণে একটি বিশাল শোকর‍্যালী বাজার প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বাসস্টান শ্রমিক অফিসে এসে আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপষ্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোওয়ার হোসেন, ট্রাক টেংলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাহিনুর রহমান, লেবার ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমান, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি তহিদুল ইসলাম, সম্পাদক সফিকুল ইসলাম,  অটো ও ভ্যান রিকসা শ্রমিক ইউনিয়নের সভাপতি আনারুল ইসলাম, সম্পাদক মিলন, ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলাম, সম্পাদক আব্দুল জলিল প্রমুখ। পরে বাদ জোহর বাসস্টান মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও কাজিরহাট পন্হাপাড়া আদর্শ আলিম মাদরাসা, পুর্ব বালাগ্রাম ছকিনীয়া দাখিল মাদরাসা ও ড্রীমল্যান্ড শিশু নিকেতনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 5004021970202737004

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item