ডোমারে মেম্বারের বাঁধা নিষেধকে উপক্ষো করে কুচক্রি মহলের সহযোগীতায় বাল্য বিবাহ সম্পন্ন।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডোমারে জোড়াবাড়ীতে মেম্বারের বাঁধা নিষেধকে উপক্ষো করে কুচক্রি মহলের সহযোগীতায় বাল্য বিবাহ সম্পন্ন। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব জোড়াবাড়ী নাউয়ারহাট ময়দান পাড়া এলাকায়। উক্ত গ্রামের ছামিনুর ইসলাম(গুয়াবেচার) কন্যা বাগডোগরা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর মেধাবী ছাত্রী সামিনা বেগম(১৪)’র সাথে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেতগাড়া ময়নুল মেম্বার পাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে মোঃ ছালেকিন(১৯)এর বিয়ে গত বৃহস্পতিবারে সম্পন্ন হবার কথা ছিল। বিষয়টি জানতে পেড়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মঙ্গলবার ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম সহ এলাকার সচেতন ব্যক্তি মিলে ছামিনুর (গুয়াবেচা) কে বাঁধা নিষেধ করে। তিনি মেয়ে বিয়ে এসএসসি পাশের পরে দিবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু ঘটক সহ এলাকার কিছু টাউট বাটপার লোকের জোকসাজসে ২৯আগস্ট সোমবার গভীর রাতে সকলের চোখকে ফাঁকি দিয়ে গোপনে তার মেয়ের বিয়ে সম্পন্ন করেন। এি বষয়ে কনের বাবা ছামিনুর (গুয়াবেচা) জানান, টাকা লেনদেন হয়েছে বর পক্ষের জুলুমের কারনে বিয়ে দিতে বাধ্য হলাম। সিরাজুল মেম্বার বলেন, নিষেধ করার পরেও গোপনে বিয়েটি দেয়ায় আমি নিজেই হতভঙ্গ হয়েছি। 

পুরোনো সংবাদ

নীলফামারী 8841370269988821557

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item