চিলাহাটি প্রামানিকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ

এ,আই পলাশঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের প্রামানিক পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গত ২৩ আগস্ট ২০১৬ইং সকাল ১১টার দিকে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান মন্ডল বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা রোকিবুল হাসান।  বক্তব্য রাখেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রাধান শিক্ষিকা কমলা বেগম। একরামিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন। সাংবাদিক তোজাম্মেল হোসেন মঞ্জু, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানিজিং কমিটির সভাপতি রুহুল কুদ্দুস ডালিম সহ কমিটির সদস্য ও সদস্যা বৃন্দ। অভিভাবক সমাবেশের কথা বলে অনুষ্ঠানটি শুরু হলে প্রকৃত সেই সমাবেশটি হয় উপবৃত্তির টাকা আত্মসাৎ প্রসঙ্গে। বক্তারা প্রথম থেকে শেষ পর্যন্ত উপবৃত্তির টাকা সংক্রান্ত নিয়েই বক্তব্য রাখেন। সাংবাদিক তোজাম্মেল হোসেন মঞ্জু বলেন, চিলাহাটি মার্চেন্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আইনের ফাকফোকর গুলোর সমাধানের মাধ্যমে তিনি যদি শতকরা ছেলে মেয়েদের উপবৃত্তি প্রদান এমনকি ফেল করা ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দিতে তাহলে আপনারা কেন পারবেন না? প্রতিটি ব্যাক্তির অভিযোগগুলো শুনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি  মর্মাহত কণ্ঠে বলেন এসেছিলাম অভিভাবক সমাবেশে কিন্তু এখানে এসে দেখছি উপবৃত্তির টাকা প্রদান নিয়ে নানা রকম জটিলতা। তিনি অভিভাবকদের উদ্দ্যেশ্যে বলেন আপনাদের ছেলে মেয়েরা প্রতিমাসে সরকারি বন্ধ ব্যাতিত ২৬ দিনের মধ্যে ২২ দিন উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষায় ফেল করলে উপবৃত্তি প্রদান করা হবে না। চিলাহাটি মার্চেন্টস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামে যে উপবৃত্তি সংক্রান্ত অভিযোগটি এসেছে তা যদি সত্য হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 761899191632827431

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item