ডিমলার এক অদম্য মেধাবী আরিফুল ইসলাম!

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

মধ্যবিত্ত পরিবার হলেও অভাব অনাটন কোনক্রমে বিমুঢ় প্রান্তে দ্বার করতে পারে নাই বরং অভাবের পরশ পাথরেই তিলে তিলে গড়ে উঠেছে তার মেধা। ১৮আগষ্ট প্রকাশিত এইচ.এস.সি সমমানের পরীক্ষায় মাদরাসা বোর্ড থেকে জি.পি.এ ৫ পেয়েছে অদম্য মেধাবী আরিফুল ইসলাম। সুশিক্ষা অর্জনের লক্ষ্যে ভালো কলেজে পড়তে চায় কিন্তু মধ্যবিত্ত পরিবার হওয়ায় সে স্বপ্ন পূরন হবে কি না তা নিয়ে সংশয় আরিফুল এবং তার পরিবারের। ভালো কোন কলেজে ভর্তি হতে পারলে এর চেয়ে আরো ভালো ফলাফল করতে পারবে বলে তার দৃঢ় বিশ্বাস।
উল্লেখ্য যে ডিমলা নিজপাড়া ফাজিল ডিগ্রী মাদরাসা থেকে বিজ্ঞান বিভাগে আলিম পরীক্ষায় সেই একমাত্র যে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে নীলফামারী ডিমলা উপজেলার দক্ষিন গয়াবাড়ী ইউনিয়নের খামাত পাড়া গ্রামের কৃষক মাহুবর রহমান দুলুর (৪০) পুত্র, সংসারের মধ্যে দুই ছেলে এক মেয়ে তার ছোট ভাই সাকিব ডিমলা রাণী বৃন্দা রাণী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র, ছোট মেয়ে সাকিলা ২০১৬ সালে পিএসসি পরীক্ষা দিবে, মাতা শিউলী বেগম (৩৭) একজন গৃহিনী তেমন লেখা পাড়া না করলেও ছেলে মেয়েদের লেখা পড়ার দিক থেকে ছিল অত্যন্ত তৎপর। আরিফুলের এ সাফল্যের পিছনে তার মায়ের ভূমিকা অপরিসীম ছিল বলে সে জানিয়ে ছেন। ভবিস্যতে সে কম্পিউটর ইঞ্জিনিয়ার হতে চায়।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3752736757781433693

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item