উজান থেকে তিস্তায় বড়ধরনের ঢল ধেয়ে আসছে

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৪ জুলাই॥
ভারতের উজান থেকে বড়ধরনের ঢল বাংলাদেশের নীলফামারী হয়ে তিস্তা নদীতে ধেয়ে আসছে। আজ রবিবার বিকালের মধ্যে ওই ঢল বাংলাদেশে প্রবেশ করবে। সেই সাথে তিস্তার উথাল পাথাল ঢেউ আর শোঁ শোঁ শব্দ তিস্তাপাড়কে কাঁপিয়ে তুলবে। এ খবর পেয়ে প্রশাসনের পক্ষে নীলফামারীর ডিমলা উপজেলা ও লালমনিরহাট জেলা হাতিবান্ধা ও কালিগঞ্জ উপজেলার তিস্তার চর ও চর গ্রামে বসবাসরত মানুষজনকে নিরাপদে সরে যেতে প্রচারনা করছে জনপ্রতিনিধিরা।ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরন কেন্দ্র তিস্তার নদীর পানি বর্তমানে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহের বিষয়টি নিশ্চিত করে জানায় ভারতের দো-মোহনি পয়েন্টে তিস্তার পানি আজ রবিবার দুপুর ১২টা থেকে বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে বাংলাদেশে ধেয়ে আসছে। এই ঢল আজ বিকালের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে। বিষয়টি ভারতের দো-মোহনি পয়েন্ট থেকে ওয়্যারলেসের মাধ্যমে বাংলাদেশের ডালিয়া পানি উন্নয়ন বোডের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরন কেন্দ্রকে অবগত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ডালিয়া পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজার রহমান।ধারনা করা হচ্ছে উজানের ভারী বৃস্টিপাত ও গজলডোবার জলকপাট খুলে দেয়ায় তিস্তার প্রবাহ দুর্বার গতিতে বাংলাদেশে ধেয়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রনে বাংলাদেশের ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানালেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজার রহমান। তিনি জানান কি পরিমান উজানের ঢল আসছে তা মনিটরিং করা হচ্ছে। সেই সাথে তিস্তা ব্যারাজ ও ফ্য¬াড ফিউজ এলাকায় নজরদারিতে রাখা হয়েছে।ঝুনাগাছ চাপানি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, ছাতুনামা ও ভেন্ডাবাড়ী গ্রামে ৭শ পরিবারের বসতভিটা হাটু থেকে কোমর পানিতে তলিয়ে রয়েছে। টেপাখঢ়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন বলেন, টাবুর চর, জিঞ্জির পাড়া, একতার চরসহ আশেপাশের ১০টি গ্রামের সহ¯্রাধিক পরিবারের বসতভিটা কোমর পানিতে তলিয়ে রয়েছে। সরকারীভাবে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বাধে আশ্রয় নিলেও ভারী বৃষ্টিপাতের কারনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানায়, উপজেলার তিস্তা নদীর সংলগ্ন ৭টি ইউনিয়নের চেয়ারম্যানদের সতর্ক থাকতে বলা হয়েছে। তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য তথ্য কেন্দ্র চালু করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6827101606533032117

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item