সৈয়দপুরে জমির মালিকানা নিয়ে সংঘর্ষে আহত ১০

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৮ জুলাই॥
  জমির মালিকানা নিয়ে সংঘর্ষের নারী সহ  ১০ জন আহত হয়েছেন। নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর তালেপাড়া গ্রামের এই ঘটনায় আহতদের সৈয়দপুর ১শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায় রবিবার (১৭ জুলাই)  বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত চলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।
সুত্রমতে  ১০ শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের  সাবেদ আলী ও আলাউদ্দিনের মধ্যে  বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা হয়। মামলার রায়ে জমির মালিকানা পায় আলাউদ্দিন।
এরপরেও  সাবেদ আলী ও তার দলবল জমি দখল করতে যান। এসময় আলাউদ্দিন ও তার লোকজন বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।এতে আলাউদ্দিন (৪০), আনোয়ার হোসেন (৪৫), আলিমুদ্দিন (৩৫), সুলতান (৭০), সেলিনা বেগম (৫০), মারুফা বেগমসহ (৩৫) সহ ১০ জন  আহত হয়।সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আজ সোমবার আলাউদ্দিনের পক্ষে থানায়  এ ব্যাপারে মামলা দায়েরের জন্য লিখিত এজাহার দিয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5097047213725977862

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item