অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নীলসাগর গ্রুপের ত্রাণ বিতরণ

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৫ জুলাই॥
নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬৩ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে নীলসাগর গ্রুপ। আজ শুক্রবার বিকেলে আরাজি চড়াইখোলা তেলীপাড়া গ্রামে প্রতি পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন, ২০ কেজি চাল, ১০ কেজি আলুসহ ডাল, তেল বিতরণ করে।
নীলসাগর গ্রুপের নির্বাহী পরিচালক আরমান হাবিব উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নীলসাগর গ্রুপের পরিচালক (ফার্ম) মমিনূর রহমান, পরিচালক (যানবাহন) আব্দুর রশিদ মুক্তি, মানব পরিচালক (মানবসম্পদ) নূর আলম সিদ্দিকী প্রমুখ।
নীলসাগর গ্রুপের পরিচালক আব্দুর রশিদ মুক্তি জানান, গ্রুপের চেয়ারম্যান আহসান হাবিবের নির্দেশে চড়াইখোলা ইউনিয়নে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আরাজি চড়াইখোলা মাস্টারপাড়া গ্রামের ৫৮ পরিবার ও খামাতপাড়া বড়বাড়ি গ্রামের ৫ পরিবারসহ মোট ৬৩ পরিবারের মাঝে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে আরাজি চড়াইখোলা মাস্টারপাড়া গ্রামের ৫৭ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল, দুই হাজার করে টাকা বিতরণ করে উপজেলা পরিষদ। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বার্হী কর্মকর্তা সাবেত আলী, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা।
উল্লেখ্য, গত বুধবার রাত ১১টার দিকে ওই ইউনিয়নের আরাজী চড়াইখোলা তেলীপাড়া গ্রামে অগ্নিকান্ডের ৫৭ পরিবারের সর্বস্ব পুড়ে ৬০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পর থেকে পরিবারগুলো খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে। এর আগে ইউনিয়নের খামাতপাড়া বড়বাড়ি গ্রামেঅগ্নিকান্ডে  ৫ পরিবার ক্ষতিগ্রস্থ হয়।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 2982329803655458950

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item