জলঢাকায় উপবৃত্তির টাকা বিতরনে হরিলুট।অসহায় শিক্ষার্থী-অভিভাবক

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির টাকা বিতরনে হরিলুটের অভিযোগ উঠেছে। শিক্ষক ও ব্যাংক কর্মকর্তাদের জোগশাজসে এমন হরিলুটের নিকট অসহায় শিক্ষার্থীসহ অভিভাবকগন।এসময় ট্যাগ অফিসারের দায়িত্ব থাকলেও একটি বাড়ী একটি খামার প্রকল্পের মতিয়ার রহমানকে পাওয়া যায়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২৩৮ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০৩টি প্রাথমিক বিদ্যালয়ে ৫ কোটি ৫৪লাখ ৮০হাজার ২শ টাকা বিতরন করা হচ্ছে।  সরেজমিন মঙ্গলবার উপজেলার সিংড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কালিরডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় উপবৃত্তি বিতরন কেন্দ্র ঘুরে দেখা যায়, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও ব্যাংক প্রতিনিধিরা টাকা বিতরন করছেন।পশ্চিম সিংড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি বিতরন কেন্দ্রে সিংড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম সিংড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,উত্তর সিংড়িয়া প্রাথমিক বিদ্যালয়, সিংড়িয়া বনচুকি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সিংড়িয়া চাকলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টাকা প্রদান করা হচ্ছে।  উত্তর সিংড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ সাংবাদিকদের নাস্তা ও অফিস খরচ বাবদ একশত টাকা করে কেটে নিচ্ছেন এমন অভিযোগ নিয়ে আসেন ওই স্কুলের ১ম শ্রেনীর ছাত্রী মুন্নী বেগমের মা নুরনাহার বেগম। এসময়  অভিযোগ নিয়ে আসেন পশ্চিম সিংড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী দিপা রানী(১১)।

এতিম শিশুটিকে ১৫ ও ১৬ সালের দুই কিস্তিতে ১২'শ টাকা দেওয়ার কথা থাকলেও ১৬ সালের ছয়শত টাকা দিয়ে প্রধান শিক্ষক মেঘনাদ রায় বিদায় করেন। টাকা বিতরনকালীন জনতা ব্যাংক জলঢাকা শাখার  প্রেরিত কর্মকর্তা শরিফুল ইসলাম ও দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ মোশফেকুর রহমানকে অভিযোগ দিয়েও সেখানকার অভিভাবকগণ কোন সুরাহা পাননি বলে তারা জানান। এমন হরিলুটের বিষয়ে কথা হলে সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ মোশফেকুর রহমান বলেন,' আমি একলা মানুষ উপবৃত্তির টাকা বিতরন কেন্দ্র চারটি। একখানে গেলে আরেকখানে সমস্যা বাধবে আর অনিয়মের অভিযোগ যাদের বিরুদ্ধে আসবে আমিও তাদের বিরুদ্ধে আমার উর্ধতনকে জানাব। 'একই দিন বিকালে কালিরডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপবৃত্তির টাকা  বিতরন করা হচ্ছে। সেখানে কালিরডাঙ্গা সরকারী প্রার্থমিক বিদ্যালয়, ইসাতুল সরকারী প্রার্থমিক বিদ্যালয়, কৈবতপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শৌলমারী ইসলামিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টাকা প্রদান করা হচ্ছে। সেখানে টাকা নিয়ে কখনো স্কুল কক্ষ কখনো মাঠে ঘুরছেন কৈবতপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উর্মি রহমান।  সেখানে টাকা নিতে আসা অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, যেহেতু এখন শেষ বিকাল একটুপর সন্ধ্যা নামলে  কাউকেও টাকা তারা দিবেনা। এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহাজাহান জানান, 'উপবৃত্তির টাকা বিতরনকালে যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে,  অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8656540664306743772

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item