ইতিহাস গড়ে ডেমোক্রেটিকের মনোনয়ন পেলেন হিলারি

ডেস্কঃ
ইতিহাস সৃষ্টি করলেন হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তাকে প্রার্থী ঘোষণা করেছে ডেমোক্রেটিক পার্টি। দেশটির ইতিহাসে তিনিই হলেন প্রধান কোনো রাজনৈতিক দলের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশনে দলীয় প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী এবং সিনেটরকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। প্রতিনিধিদের ভোট প্রদান শেষে দলীয় ঐক্যের প্রতীক হিসেবে হিলারি ক্লিনটনেকে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়ার আহ্বান জানান সাবেক প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স।এর আগে সম্মেলনের প্রথম দিনে স্যান্ডার্সের সমর্থকরা হিলারি ক্লিনটনের মনোনয়নের বিরুদ্ধে  টিটকিরি দিয়ে সম্মেলনে বিঘ্ন ঘটায়। এই কনভেনশনে হিলারি ক্লিনটনের প্রার্থিতা নিয়ে ডেমোক্রেটিক পার্টিতে স্পষ্ট বিভক্তি ফুটে উঠতে দেখা গেছে। কিন্তু স্যান্ডার্সের বক্তব্যের পর পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে ওঠে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 1413687376833378640

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item