ডোমারের ভোগডাবুড়ী ইউনিয়নে চেয়ারম্যান ইউপি সদস্যের দায়িত্ব গ্রহণ

এ.আই পলাশ ঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য ও সদস্যা গণ  আজ রবিবার(২৪ জুলাই)আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষ্যে ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে এলাকার গণ্যমান্য ব্যাক্তি, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সাংবাদিকদেও সঙ্গে এক মতবিনিময় সভায় চেয়ারম্যান একরামুল হক বলেন, ভোগডাবুড়ী ইউনিয়নবাসীর দায়িত্ব আজ থেকে আমি আমার কাঁধে তুলে নিলাম। ইউনিয়ন বাসী তার নিজ নিজ এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে  স্থানীয় ইউপি সদস্য ও সদস্যাদের মাধ্যমে আমার কাছে এলেই আমি সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।পরিশেষে তিনি ইউনিয়ন বাসীর দোয়া নিয়ে চেয়ারম্যানের আসনটিতে বসেন।  অপরদিকে উক্ত ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্য সদস্যাগণ তাদের নিজ নিজ এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করে তাদের দায়িত্ব গ্রহণ করেন। এই আলোচনা সভায় বক্তব্য রাখেন দেশ বরেন্য চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা জিএম রাজ্জাক, খালেকুজ্জামান নুর, গোলাম রাব্বানী, আব্দুস সাত্তার, আনিসুর রহমান, হাজী রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধাদের বক্তব্য শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চিলাহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জাকির হোসেন, জিএম আবু হেনা ও এজার উদ্দিন। আলোচনা সভাটি সঞ্চালন করেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সহিদুল হোসেন লিটন।পরিশেষে চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব একেএম শাহাদৎ হোসেন। সাংগঠনিক সম্পাদক সফিউল ইসলাম। উল্লেখ্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ভোগডাবুড়ী ইউনিয়নের আহ্বায়ক চেয়ারম্যান একরামুল হক।পরিশেষে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে আলোচনা সভাটি শেষ হয়।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 4223695049101758133

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item