শ্রাবণের বর্ষণে ব্যাস্ত ডোমারের চিলাহাটীর ছাতা মেরামতের কারিগররা।

নিজস্ব প্রতিবেদনঃ

শ্রাবণের  বর্ষণে কদর বেড়েছে ডোমারের চিলাহাটীর  মৌসুমী ছাতা মেরামতের কারিগরদের।বছরের অন্যান্য সময়গুলোতে দিনমজুরে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করলেও শ্রাবণ মাসে বর্ষার সময়  ছাতা মেরামত করে জীবন জীবিকা নির্বাহ করে তারা।অভাব যেন তাদের পিছু ছাড়েনা। তারপরও বৃষ্টি এলেই চোখে মুখে আনন্দের ছাপ ফুটে উঠে তাদের।ডোমার উপজেলার গ্রাম গঞ্জের হাট বাজার গুলোতে বাক্স ও কাঠের চৌকিতে বসে ছাতা মেরামতের বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে দিনভর হরেকরকমের ভাঙ্গা ছাতা মেরামত করছে কারিগররা।যাদের ছাতা নেই তারা নতুন ছাতা কিনছে আর যাদের ছাতা নষ্ট হয়ে বাড়িতে পড়ে আছে তারা ছুটছে কারিগরদের কাছে। অথবা কারিগররা যাচ্ছেন উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি। আর  কাজ বুঝে প্রতিটি ছাতা মেরামত করতে ৩০ থেকে ৮০ টাকা নিচ্ছে তারা। ছাতা ব্যবহারকারী আবুল কাশেম ও মোহাম্মদ শামীম জানান, রোদেলা তাপ বা বৃষ্টির ধারা থেকে মুক্তির জন্য ছোট্ট এই বস্তুর প্রয়োজনটা যে কত তা মৌসুমেই বলে দেয়। আগের আমলে কাঠের হাতলের ছাতা থাকলেও হাল আমলে ছাতার হাতল ও কাপড়ে বৈচিত্র এসেছে।ছোট্ট সাইজের ছাতা স্কুল ব্যাগ, ভ্যানিটি ব্যাগ কিংবা প্যান্টের পকেটেও রাখা যায়। যত বৈচিত্রময় হোক ছাতা উল্টে গেলে, কাপড় ছিঁড়লে বা সেলাই খুলে গেলে ছাতা কারিগর ছাড়া কোনো উপায় নেই।ছাতা মেরামত করতে আসা কেতকীবাড়ীর  বাসিন্দা বাদল মিয়া বলেন, একটি ভালো ছাতা ক্রয় করতে ২৫০-৫০০ টাকা প্রয়োজন হয় পড়ে এর চেয়ে এই বর্ষায় একটু স্বস্তি পেতে পুরোনো ছাতাটি মেরামত করে নিলেই চলে। এখনকার যে ছাতা, সবে মাত্র ১ মাস হল ছাতাটা কিনেছি , এখনই মেরামত করতে আসা লাগল।চিলাহাটী বাজারের কলেজ রোডের  ছাতা কারিগর মাষ্টার পাড়ার বাসিন্দা সহিদুল ইসলামের সাথে আলাপকালে তিনি বলেন, বছরের অন্যান্য মৌসুমে তেমন কোন কাজ থাকেনা। দিনমজুরী করে কোন রকমে পেট চালাই। শুধু মাত্র বর্ষার অপেক্ষায় থাকি। বর্ষা এলেই  বাড়ি থেকে যন্ত্রপাতি নিয়ে বেড়িয়ে পড়ি ছাতা মেরামতের জন্য। আর বর্ষা এলেই আমাদের আয়ও বহুগুণে বেড়ে যায়।তিনি জানান,প্রতিটি জিনিসপত্রের দাম বেড়েছে। ফলে ছাতার কাপড়, হাতল, স্প্রিং, কামান প্রভৃতি জিনিসপত্র কিনতে হচ্ছে চড়া দামে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 6645482837278327223

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item