ডিমলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ত্রান বিতরণ

জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় স্মরনকালে এবারের ভয়াবহ তিস্তানদীর ভাঙ্গনে কবলে পড়ে শত-শত পরিবার গৃহ হারা হয়ে বর্তমানে ডালিয়া পাউবো‘র গাইড বাঁধ, গ্রোয়েন বাঁধ ও সিলট্রাবে কেউবা খোলা আকাশের নিচে আবার কেউ বা মাথা গোঁজার ঠাই করে রাস্তার পাশে কুড়ে ঘর নির্মান করে মানবেতর জীবন যাপন করছে। উজানের ঢলে গত দের সপ্তাহে প্রবল বৃষ্টির ফলে সর্বগ্রাসী তিস্তা নদীর গর্ভে হাজারো পরিবার।

উপজেলায় প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গত দের সপ্তাহে উপজেলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের ৪, ৫, ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের প্রায় ১০ শতাধিক পরিবারের ঘর বাড়ী জায়গা জমি স্থাবর অস্থাবর প্রাণী সম্পদ সহ হাজার বিঘা ফসলি জমি তিস্তা নদীর ভাঙ্গনে মুল নদী গর্ভে পড়েছে।
সব কিছু হারিয়ে নিঃস্ব বর্তমানে এ সব পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছে পানি উন্নয়ন বোর্ডের দক্ষিন খড়িবাড়ী গাইড বাঁধ, ছোট খাতা গ্রোয়েন বাঁধ এবং ডালিয়া তিস্তা ব্যারেজের ভাটিতে ছোট খাতা সীমান্ত বাজার সিলট্রাবে। ১০ শতাধিক মানুষ তিস্তা নদীর ভাঙ্গনের শিকার হয়ে সব কিছু হারিয়ে একটু মাথা গোজার ঠাই খুজে ফিরছে।

এরই মাঝে বন্যা কবলিত অসহায় মানুষদের পাশে দারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডার সামছুল হকের নেতৃত্বে ২৭ জুলাই বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১ হাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রেজানুল হক চৌধুরী, আজিজুল ইসলাম, মোফাজ্জল হোসেন, আব্দুল মজিদ, গোলাম কিবরিয়া, নাসির উদ্দিন ভাষানী, জগৎ চন্দ্র ব্যানার্জী, সোহরাব হোসেন, লিয়াকত আলী, ৭নং খালিশা চাপানী ইউনিয়ন কমান্ডার শরিলাল রায়, আব্দুল হাকিম, মেনাজ উদ্দিন, সবুর খান, সজল কুমার, রবিউল করিম, রফিকুল ইসলাম, নবাব আলী, আব্দুল হামিদ, হারুন অর রশিদ, আব্দুল সামাদ সহ ডিমলা প্রেস ক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম রেজা, সাংবাদিক বাদশা সেকেন্দার ভুট্টু প্রমূখ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 6790180647707886827

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item