ডিমলায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত ।

জয়নাল আবেদীন, ইউনিয়ন প্রতিনিধিঃ
ডিমলা উপজেলার চাপানী  ইউনিয়নের ছোটখাতা গ্রামে চৌপুথী বাজার সংলগ্ন  নদীতে এলাকাবাসীর উদ্যোগে আজ বুধ বার বিকেল ৪.৩০ মিনিটে  নৌকা বাইচ ফাইনাল ম্যাচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার উপভোগ করার জন্য দূরদূরান্ত থেকে হাজারো নর-নারী ও শিশু কিশোরসহ সর্বস্তরের লোকজন ভিড় করে নদীর দুই তীরে। এই নৌকা বাইচ প্রতিযোগিতায় ইউনিয়ন থেকে ৭ টি ছোট বড় নৌকা অংশ নেয়। ও সামসুল হক এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আতোয়ার রহমান  চেয়ারম্যান চাপানী  ইউনিয়ন পরিষদ, উপস্থিত ছিলেন সোহরাব হোসেন সভাপতি আওয়ামীলীগ চাপানী , খন্দকার বুলবুল হোসেন  প্রমুখ।প্রতিযোগিতা পরিচালনা করেন,  খন্দকার বুলবুল হোসেন। প্রতিযোগিতায় ১ম হয়েছে  লুৎফর রহমানের দল ও ২য় হয়েছে  বানিজ খানের দল। পরে বিজয়ীদের মাঝে ১ম পুরস্কার হিসাবে দেয়া হয় একটি ১৪" রঙ্গীন টেলিভিশন ও ২য় পুরস্কার একটি ১০" LCD টেলিভিশন। অনুষ্টানে বক্তারা বলেন, দিন দিন নদী ভরাট হয়ে যাচ্ছে,  অন্যদিকে পানি কম থাকায় নৌকা বাইচ প্রতিযোগীতায় সমস্যা হচ্ছে। ১’শ বছরের ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা আমাদের পুর্বপুরুষরা আয়োজন করে এসেছেন তা বজায় রাখার জন্যই এ উদ্যোগ।

পুরোনো সংবাদ

নীলফামারী 5421410304545930238

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item