রুবেল হত্যা মামলায় সৈয়দপুর পৌর মেয়রসহ সকল আসামী বেকসুর খালাস

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর (নীলফামারী) থেকে ঃ

সৈয়দপুর শহরের আলোচিত রুবেল হত্যা মামলায় পৌর মেয়র আমজাদ হোসেন সরকারসহ সকল আসামী বেকসুর খালাস পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামলার রায় ঘোষণা করে আসামীদের খালাস দেন।
বিগত ২০০৬ সালে ৩১ অক্টোবর পৌর মেয়রসহ ১৪ জনকে অভিযুক্ত করে সৈয়দপুর থানায় রুবেল হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বাদি ছিলেন কাজী মোঃ আতাউর রহমান ওরফে বড় বাবু। মামলার দীর্ঘ তদন্ত শেষে অভিযুক্তদের নামে আদালতে চার্জশীট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর শুরু হয় মামলার সাক্ষ্য গ্রহণ। এতে ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। গতকাল এ মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত ছিল। নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুবুল আলম রায় ঘোষণা করেন। রায়ে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযুক্ত সকল আসামীকে বেকসুর খালাস দেয়া হয়। এ মামলার অভিযুক্তরা ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার, অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, মাওলানা লুৎফর রহমান, রুহুল আলম মাষ্টার, কাজী একরামুল হক, মোঃ হিরা, মোঃ সেন্টু, পৌর প্যানেল মেয়র জিয়াউল হক, কাউন্সিলর তারেক আজিজ, সামসুল আলম, কামরুজ্জামান, আলহাজ্ব রশিদুল হক সরকার, মোঃ নবীন ও মোঃ লিটন।

পুরোনো সংবাদ

নীলফামারী 7793542974040934043

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item