পাগলাপীরে ঈদ উৎসবকে ঘিরে তীব্র যানজটে পথচারীরা ভোগান্তির শিকার

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদ উল উৎসবকে ঘিরে রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে তীব্র যানজট শুরু হয়ে পড়ায় ভুক্তভোগী পথচারী সহ সাধারণ মানুষজনকে পোহাতে চরম দুর্ভোগ। জানাগেছে সাম্প্রতিকালে পাগলাপীর বন্দরের রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে ও জলঢাকা ডালিয়া বুড়িমারী সহ জনগুরুত্বপুর্ণ ৫টি সড়কে বাস কোর্স ট্রাক কার মাইক্রো মটরসাইকেল অটো সিইএনজি সহ নানা হালকা পাতলা যানবাহনের চলাচলের সংখ্যা দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে আসন্ন ঈদে কেন াকাটা করতে আসা মানুষজনের ভিড়ে পাগলাপীর বন্দরে ভয়াবাহ যানজট সৃষ্টি হয়ে পড়েছে। বিশেষ করে পাগলাপীর বন্দরের ডালিয়া বাস স্ট্যান্ড মোড়, উদয়ন ফার্মেসীর সামন, মিলনের পানের দোকানের সামন, লাহেড়ীর হাট শ্যামপুর সড়কের মোড়, রংপুর বাস স্ট্যান্ড সহ  বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সকাল দুপুর বিকেল সন্ধ্যা ও রাত্রি ১০টা পর্যন্ত বিরতিহীন ভাবে যানজট আশঙ্কা হারে বেড়েই চলছে। অথচ ঈদের এখনো তিন সপ্তাহ বাকি থাকলেও যানজট আগেভাবে বেড়ে চলায় সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে। তবে যানজট নিরসনে কোন ট্রাফিক সিগনাল না থাকায় বিশেষত ছোট ছোট দুর্ঘটনা এখন নিত্য দিনের সঙ্গী হয়ে দাড়িয়েছে। ফলে যানজটের কারণে যেকোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনায় প্রাণ হানি ঘটতে পারে বলে পাগলাপীরের বিভিন্ন মহল আশঙ্কা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 8166459760857222302

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item