পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে শাহ আলম ও বক্করই ভরসা

ফজলুর রহমান, পীরগাছা প্রতিনিধি,রংপুরঃ

রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পরিবর্তে বহিরাগত শাহ আলম ও বক্কর নামে দুই জনকে দিয়েই চলছে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম।
গত শুক্রবার উপজেলার ত্রিপুর গ্রামের মাথা ফাঁটা মর্জিনা নামের এক মহিলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকাল ৩ ঘটিকার সময় চিকিৎসার জন্য ভর্তি হন। ভর্তি কলীন জরুরী বিভাগে সারওয়ারে আলম নামে মেডিকেল অফিসার, আশরাফুল নামে একজন মেডিকেল সহকারী ও ওয়ার্ড বয় হিসেবে নুর ইসলাম কর্মরত ছিলেন। ওয়ার্ড বয় নুর ইসলাম মর্জিনাকে জরুরী বিভাগের বেডে শুয়ে দেন। হঠাৎ করে বহিরাগত শাহ আলম দায়িত্বরত ডাক্তার আশরাফুলকে একটি অবশ করানোর ইনজেকশন (নোকাল) ও পভিসেভ লিখে দেওয়ার কথা বললে তিনি লিখে দেন। মর্জিনার ছেলে মিলন ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ পত্র ক্রয় করে এনে দেন। ঔষধ পাওয়া মাত্র শাহ আলম মর্জিনার মাথা সেলাই শুরু করলে ওই স্থানে অবস্থানরত দৈনিক দাবানল প্রতিনিধি প্রতিবাদ করলে মেডিকেল সহকারী আশরাফুল ও বহিরাগত শাহ আলম প্রতিবাদকারী সাংবাদিকের উপর চড়াও হন। এক পর্যায়ে শাহ আলম ওই সাংবাদিককে অফিস থেকে উঠাই নিয়ে অজ্ঞাত স্থানে হজম করার হুমকি দেন। মেডিকেল সহকারী  আশরাফুল বলেন শাহ আলম মাথা সেলাই করলে কি হবে আমরা কি বালফেলানোর জন্য চাকুরী করি। তিনি আরো বলেন, আমার চাকুরির বয়স দুই বছর তবে আমার চেয়ে ভাল কাজ জানে শাহ আলম ও আবু বক্কর। মেডিকেল সহকারী পীরগাছার মানুষের ব্যবহার খারাপ । গঙ্গাচড়া ও পীরগঞ্জ উপজেলার মানুষের ব্যবহার ভাল বলে তিনি দম্ভোক্তি করেন। এছাড়াও আরো বলেন, মেডিকেলের ওয়ার্ডে রোগীদের মাঝে নি¤œমানের খাবার পরিবেশন করা হয় সেখানে আপনারা(সাংবাদিক) কিছুই করতে পারেন না। এখানে এসে সাধারন বিষয় নিয়ে মাথা ঘামান। ভর্তি শেষে ওয়ার্ডে গিয়ে দায়িত্বরত সেবিকা (নার্স) সুপ্রিয়াকেও পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোঃ হুমায়ুন কবির এর সাথে মোবাইলে করে তাকে পাওয়া যায়নি।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 4619819746629938529

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item