স্বাধীনতা বিরোধীরা রগকাটা থেকে এখন গলা কাটছে- সংস্কৃতিমন্ত্রী নূর

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৮ জুন॥
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ’স্বাধীনতা বিরোধী চক্র ইসলামের নামে মানুষ হত্যা করছে। তারা আগে মানুষের পায়ের রগ কাটতো, এখন কাটছে মানুষের গলা। তারা লেখক, শিক্ষক, চিকিৎসক,মুয়াজ্জেন, পুরোহিত, ব্লগারসহ মুক্তমনা সকল ধর্মের মানুষকে হত্যা করছে, এমনকি পুলিশ সুপারের স্ত্রীকেও তারা খুন করেছে’।
 আজ শনিবার দুপুর ১টার দিকে জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাজীর হাট বাজারে সড়ক পাকা করণের কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, এদের মতলব ইসলাম নয়, এদের উদ্যেশ্য দেশে অস্থিতিশীল অবস্থা তৈরী করা। তাদের বিরুদ্ধে জনগনকে সোচ্চার হওয়ার আহবান জানান মন্ত্রী। 
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে উন্নয়নের শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছেন ঠিক তখনই স্বাধীনতা বিরোধী অপশক্তি অপতৎপরতা চালিয়ে দেশে অস্থিতিশীল অবস্থা  তৈরীর চেষ্টা করছেন।
সংগলশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান,পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সদর উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, ঠিকাদার মাহবুব উল আলম প্রমুখ। সেখানে মন্ত্রী এলজিইডির তত্ববধানে ৯৩ লাখ ৮২ হাজার টাকা ব্যায়ে প্রায় দেড় কিলোমিটার সড়ক পাকা করণের কাজের ফলক উম্মেচন করেন।
এর আগে মন্ত্রী চড়াইখোলা ইউনিয়নের মেলার পিলার নামক স্থানে এক কোটি ৪৫ লাখ টাকা ব্যায়ে আড়াই কিলোমিটার সড়ক পাকা করনের কাজের ফলক উম্মোচন করে সেখানেও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।
সদর উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, রংপুর বিভাগ গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ওই সড়ক দুটির কাজ করছেন, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মহেসেনা এণ্টারপ্রাইজ দেড় কিলোমিটার এবং মেসার্স মিশুক এণ্টারপ্রাইজ আড়াই কিলোমিটার সড়কের।

পুরোনো সংবাদ

প্রধান খবর 2950740395121976555

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item