ডোমারে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টা

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে এক মুিক্তযোদ্ধাকে পিটিয়ে আহত করে পরিবারকে ঘরে তালা লাগিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার গুরুত্বর অভিযোগ উঠেছে আপন ছোট ভাইর বিরুদ্ধে। গুরত্বরু আহত মুক্তিযোদ্ধা আব্দুর রউফ(ববিন) বর্তমানে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার চিকন মাটি ধনীপাড়া গ্রামে। ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানাযায়, মৃত আব্দুল আলীমের ছোট ছেলে এলাকার আব্দুর রফিক বাতেন বিভিন্ন কৌশলে আপন বড় ভাইয়ের নিকট থেকে জোত জমি কুক্ষিগত করার চেষ্টা করে বিফল হয়। একারনে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে  প্রায় বড় ভাই কে হেনস্থা করার অজুহাত খুঁজতে থাকে। এরই ধারাবাহিকতায় ১৪জুন বাড়ীর আঙ্গীনায় বড় ভাই আব্দুর রউফ ববিন তার খড়ির ঘড় মেরামত করার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী বাতেন ও তার সন্ত্রাসী বাহিনী মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ববিনের উপর অতর্কিত হামলা চালায় ও গুরুতর আহত করে। তাকে উদ্ধারে ছোট মেয়ে নুরেজান্নাত মর্জিন এগিয়ে এলে বাতেন তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। এসময় ববিনের ছোট ছেলে নুরে রাসেদ খবর পেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করতে গেলে বাড়ী ফাকা পেয়ে বাতেন ও তার স্ত্রী বেলী, বোন বাবলী সহ সন্ত্রাসী বাহিনী আবার  ফিরে এসে মুক্তিযোদ্ধা ববিনের  স্ত্রী রওশনারা বেগম, ছেলের বউ সমাপ্তী ও দেড় বছরের শিশু সন্তান কে ধাওয়া করে ঘরে ঢুকিয়ে বাহিরে  তালা লাগিয়ে কেরোশিন তেল দিয়ে আগুন লাগাতে উদ্যত হয়। এসময় তাদের  আর্তচিৎকারে প্রতিবেশী ও পথচারীর বাঁধা দিয়ে পুলিশে খবর দিলে অবস্থা বেগতিক দেখে বাতেন ও তার বাহিনী দ্রুতঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে তালা খুলে মহিলা ও শিশুদের উদ্ধার করে। এবিষয়ে ডোমার থানার এএসআই আব্দুর রউফ মন্ডল বলেন, আমি ঘটনা স্থলে পৌছে ঘরে তালা খুলে নারী ও শিশুকে উদ্ধার করি। কেহ মামলা করলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে। ববিন প্রতিবেদককে জানান, সন্ত্রাসী বাতেনকে সমাজে ভাই হিসাবে পরিচয় দিতে ঘৃনা লাগে। চয়ন হত্যা মামলা থেকে কৌশলে বেড়িয়ে এসে এখন দেখছি অপরাধ করা তার অভ্যাসে পরিনত হয়ে গেছে। যুদ্ধ করে স্বাধীনতা এনেছি দেশকে এসকল সন্ত্রসীদের অভয়অরণ্য বানানোর জন্য নয়। আমি তার শাস্তি দাবী করছি। এবিয়য়ে বাতেন সহ জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে মুক্তিযোদ্ধা ববিনের পরিবার জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 8165366383226586610

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item