ডিমলায় ভূমিহীন পরিবার বাছাই কার্যক্রম শুরু।

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ

ভূমিহীন পরিবারের পূর্নবাসান ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সারা দেশের ন্যায় সহকারী কমিশনার (ভূমি) উদ্যোগে ও বাস্তবায়নে নীলফামারীর ডিমলা উপজেলায় ৯নং টেপা খড়িবাড়ী পরিষদ মাঠ প্রাঙ্গনে সোমবার(১৩ জুন) দিন ব্যাপী ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের নিমিত্তে সরেজমিনে ভূমিহীন পরিবার বাচাই কার্যক্রম শুরু হয়।  এতে উপস্থিত ছিলেন ভূমিহীন পরিবার বাচাই কমিটির আহবায়ক মকবুল হোসেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরো উপস্থিত ছিলেন ভূমিহীন পরিবার বাচাই কমিটির সদস্য রবিউল ইসলাম শাহিন চেয়ারম্যান টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ, আব্দুর রহিম সরকার প্রধান শিক্ষক ১নং টেপাখড়িবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
ভূমিহীন/গৃহহীন বলতে যার কোন জমি ও ঘর নেই তাকে বোঝাবে এবং তাকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ব্যারাকে পুনর্বাসন করা হবে, যার ০১-১০ শতাংশ জমি আছে কিন্তু ঘর নেই অথবা জরাজীর্ণ ঘড়ে বসবাস করে তাকে বোঝাবে। তাকে তার নিজ জমিতে ঘর নির্মান করে দেওয়া হবে, যার কোন জমি নেই তিনি কমপক্ষে ০১ (এক) শতাংশ জমি দান সূত্রে অথবা অন্য কোন ভাবে প্রাপ্ত বোঝাবে তাকে তার প্রাপ্ত জমিতে ঘর নির্মান করে দেওয়া হবে। অপর দিকে একই উপজেলায়  ৬নং নাউতারা ইউনিয়ন পরিষদে গত ১২ জুন ভূমিহীন পরিবার বাচাই কমিটির আহবায়ক ডিমলা উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা তপন কুমার রায়, নাউতারা ইউনিয়ন চেয়ারম্যান মোশারফ হোসেন মিন্টু, নাউতারা নিজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিন রাজা উপস্থিতে ভূমিহীন পরিবার বাছাই পর্ব শুরু হয়।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 9131977723767339842

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item