বাজেট-২০১৬-১৭,দাম বাড়ছে যেসব পণ্যের

ডেস্কঃ

নতুন ২০১৬-২০১৭ অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এবারের বাজেটের দর্শন- প্রবৃদ্ধি, উন্নয়ন, সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের অগ্রযাত্রা।

বৃহস্পতিবার (০২ জুন) দুপুরে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এবারের বাজেট অনুমোদন দেওয়া হয়। এরপর জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।

বাজেটে যে সব পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে- গাড়ি, সিগারেট, চুরুট, তামাকজাত দ্রব্য, সব ধরনের বিল (যেমন- ইলেকট্রিক বিল, রেস্তোঁরার বিল), এক হাজার টাকার ওপরের রেডিমেড পোশাক, সোনা, রুপা বা সোনা-রুপার তৈরি গহনা, মিনারেল ওয়াটার, অ্যালুমিনিয়াম ফয়েল, প্লেন ভ্রমণ, প্লাস্টিক ব্যাগ, রোপওয়ে বা কেবল কার রাইড, ইম্পোর্টেড ইমিটেশনের গহনা, ইন্ডাস্ট্রিয়াল সোলার ওয়াটার হিটার, আইনি পরিষেবা, লটারির টিকিট, প্যাকার্স ও মুভার্স, ই-রিডিং ডিভাইস, সোনার বার, ইম্পোর্টেড গলফ কার, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের (ভিওআইপি) ইনস্ট্রুমেন্ট, বোল্ডার পাথর, গুড়া ও ভাঙা পাথর, অন্যান্য সুগন্ধি, রডের বার, লোহার কয়েল, মিশ্রিত লোহা, অ্যাঙ্গেল শ্যাপ, আয়রন, নন অ্যালয় স্টিল, বাতি হোল্ডার, অপটিক্যাল ফাইবার ও অন্যান্য যন্ত্রপাতি।

পুরোনো সংবাদ

প্রধান খবর 8404633317067342711

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item