খলেয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী ফারুক নির্বাচিত

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
অবাধ ও শান্তিপূর্ন ভাবে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো রবিবার পঞ্চম দফা ইউপি নির্বাচনে রংপুর সদর উপজেলার ৫নং খলেয়া ইউপির ভোট গ্রহন। সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় । ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে  ইউনিয়নের ১৯হাজার ৪শত ৪৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯,৭৪৮, মহিলা ভোটার ৯,৭০০ জন। সদর উপজেলার নির্বাচন অফিস সুত্রে জানাগেছে খলেয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ ফারুক মিয়া লাঙ্গল প্রতীক নিয়ে ৬,১৬৫ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম লাভলু মটরসাইকেল প্রতীক নিয়ে ৫,১৩৮ ভোট পায়। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ ও সাধারণ সদস্য পদে ৩৯ জন সহ মোট ৫৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সংরক্ষিত ১,২ ও ৯ নং ওয়ার্ডে শরিফা বেগম বক প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। ৩,৪,৫ নং ওয়ার্ডে দুলালী বেগম সূর্যমুখী ফুল প্রতীক নিয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। ৬,৭ ও ৮ নং ওয়ার্ডে নাজমা বেগম তালগাছ প্রতীক বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছে। সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে হাবিবুর রহমান দুলু (মোরগ),  ২নং ওয়ার্ডে  সুনীল চন্দ্র সরকার(মোরগ), ৩নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম(তালা), ৪নং ওয়ার্ডে লিটন চন্দ্র মহন্ত(বৈদ্যুতিক পাখা), ৫নংওয়ার্ডে  রাকেবুল ইসলাম(ফুটবল), ৬নং ওয়ার্ডে মোজাহারুল ইসলাম প্রামানিক তুফান(টিউবয়েল), ৭নং ওয়ার্ডে মশিয়ার রহমান যাদু(ফুটবল), ৮নং ওয়ার্ডে সহিদার রহমান মন্টু(তালা) ও  ৯নং ওয়ার্ডে লিখন মিয়া(ফুটবল) প্রতীক নিয়ে বে-সরকারী ভোবে নির্বাচিত হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 2259910522402503458

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item