নীলফামারীর ৫ ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৮ মে॥ 
দ্বিতীয় দফায় অনুষ্ঠিত নীলফামারী সদরের ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা শপথ নিয়েছেন। শপথ গ্রহনকারীদের মধ্যে রয়েছে ৫ জন নবনির্বাচিত চেয়ারম্যান, ৪৫ জন সাধারণ সদস্য ও ১৫ জন সংরক্ষিত নারী সদস্য।
বুধবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসক জাকীর হোসেন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তাদের আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলীর সভাপতিত্বে শপথ গ্রহন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান,নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফখরুল আলম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণকারীরা হলেন, চওড়া বড়গাছা ইউপিতে মোশররফ হোসেন (আওয়ামী লীগের  বিদ্রোহী প্রার্থী ) গোড়গ্রাম ইউপিতে রেজাউল (আওয়ামী লীগ), পলাশবাড়ি ইউপিতে মমতাজ আলী প্রামানিক (আওয়ামী লীগ ),লক্ষ্মীচাপ ইউপিতে আমিনুর রহমান (স্বতন্ত্র) ও পঞ্চপুকুর ইউপিতে হবিবর রহমান (আওয়ামী লীগ)।

পুরোনো সংবাদ

নীলফামারী 6515375434268468232

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item