নীলফামারীতে শ্বাসরোধ করে কবিরাজকে হত্যা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৩ মে॥
নীলফামারী সদরে আব্দুল আজিজ ওরফে কালু মুন্সি (৮৫) নামে এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুবৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দাড়োয়ানী টেক্সটাইল মিল সংলগ্ন এলাকার একটি পাট ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি ওই ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে।

এলাকাবাসী জানায়, নিহত আব্দুল আজিজ এলাকায় কালু মুন্সি নামে পরিচিত। তিনি বিভিন্ন এলাকায় মানুষের কবিরাজী চিকিৎসা করে বেড়াতেন। তার স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে মজিবর রহমান (৫০) এবং ছোট ছেলে আজিবর রহমান (৪০) দাড়োয়ানী বাজারে হোটেল ব্যবসা করেন। তিন ছেলের মধ্যে তাদের বাবা বড় ছেলে মজিবর রহমানের বাড়িতে থাকতেন। চিকিৎসার কাজে গিয়ে বিভিন্ন সময়ে রাতে বাড়িতে ফিরতেন না।

তার (নিহত কালু মুন্সি) ছোট ছেলে আজিবর রহমান বলেন, ‘সোমবার (২ মে) মাগরেবের আযানের পর বাবা আমার দোকানে চা  করে  বেরিয়ে যান। এরপর রাতে শুনতে পাই বাবা বাড়িতে ফেরেননি। ধারণা করেছিলাম কবিরাজী কাজে বাবা হয়তো অন্য দিনের মতো কোন বাড়িতে আছেন। এরপর মঙ্গলবার সকাল ১০টার দিকে লোকমুখে শুনতে পাই মিলের পেছন দিক সংলগ্ন একটি পাট ক্ষেতে আমার বাবার লাশ পড়ে আছে।’ তিনি বলেন, ‘আমার বাবার কোন শত্রু নেই। শুধু আমার বাবার মায়ের অংশের জমি নিয়ে একই ইউনিয়নের বটতলা গ্রামের ইসলাম উদ্দীন (৪০) ও সিপাইটারী গ্রামের আব্দুল আজিজের (৪৫) সঙ্গে পৃথক দুটি মামলা আদালতে চলছে। কেউ কৌশলে রাতে বাজার থেকে আমার বাবাকে ডেকে নিয়ে হত্যা করে সেখানে লাশ ফেলে রেখেছে।’

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে গলায় কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে ওই বৃদ্ধকে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

পুরোনো সংবাদ

নীলফামারী 7717267074441947523

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item