নীলফামারী জেলায় বিশ্ব মা দিবস পালিত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৮ মে॥
“মা দিবসের অঙ্গীকার, শিশু মা আর নয়”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে বিশ্ব মা দিবস পালন করা হয়েছে। আজ রবিবার বিকেল তিনটায় নীলফামারী মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আলিম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক তিথি হাসান প্রমুখ।

এদিকে, ডোমার উপজেলায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহানা ইয়াছমিন, নারী নেত্রী ডেইজি নাজনীন মাশরাফি, নাছরিন আক্তার, রায়হানা বেগম, বেবি আক্তার প্রমূখ।

অপর দিকে, সৈয়দপুরে উপজেলায় সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা পরিষদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক। উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওনক জাহান রিনু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোমায়রা মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) মুশফিকা ইফফাত, সৈয়দপুর কলেজের অধ্যক্ষ হাফিজুল ইসলাম হাফিজ, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ক্ষিতিশ চন্দ্র প্রমূখ। 

পুরোনো সংবাদ

নীলফামারী 8910276918110548734

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item