কিশোরীগঞ্জে চার মাদকসেবীর সাজা ও মাদকবিক্রেতার বিরুদ্ধে মামলা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২২ মে॥
  চার মাদক সেবীকে আটক করে ভ্রাম্যমান আদালত দুই মাস করে বিনাসশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আজ রবিবার সকালে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম মেহেদী হাসান উক্ত সাজা প্রদান করে। এ ছাড়া মাদক বিক্রেতা মোকছেদুল ইসলামকে ওই ঘটনায় আটক করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।  ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেও ওই উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের দোলাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে শাহজাহান(৩৪),মাগুড়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আনিছুল ইসলাম(৩২),রনচন্ডি ইউনিয়নের পুর্বপাড়া গ্রামের আকবর আলীর ছেলে নুর ইসলাম(৩০) ও একই ইউনিয়নের দালালপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আশফাকুজ্জামান(৩৭)।
পুলিশ জানায় এই চার মাদকসেবী শনিবার রাতে মাদক ব্যবসায়ী রনচন্ডি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে মৃত চামার মাহমুদের ছেলে মোকছেদুল ইসলামের বাড়িতে বসে মাদক সেবন করছিল। এ সময় ওই মাদক উক্ত মাদক ব্যবসায়ী সহ চার মাদকসেবী আটক করা হয়। এ ঘটনায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা ও মাদকসেবী চারজনেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত সাজা প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কিশোরী গঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান।# 

পুরোনো সংবাদ

নীলফামারী 6613183161361573172

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item