ডোমার ইউপি নির্বাচনের জয় পরাজয়ের হিসাব নিকাশ।


আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলার ১০ ইউনিয়নে চতুর্থ দফার নির্বাচনে ৭মে বিজয়ী হয়েছেন যথাক্রমে ভোগডাবুড়ী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী একরামুল হক(মটর সাইকেল)তার প্রাপ্তভোট ৫হাজার ৪শত ২৮। তার নিকটতম সতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আবু তাহের (চশমা) পেয়েছেন ৪হাজার ৬শত ৭৫ভোট। কেতকীবাড়ী ইউনিয়নে বিজয়ী হয়েছেন সতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপু(চশমা) তার প্রাপ্ত ভোট ২হাজার ৬শত ৮৭। তার নিকটতম সতন্ত্র প্রার্থী আশিকুর রহমান((আনারস)পেয়েছেন ২হাজার ১শত ৭৮ভোট। গোমনাতী ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আব্দুল হামিদ(নৌকা)তার প্রাপ্তভোট ৪হাজার ৩শত ৭০। তার নিকটতম সতন্ত্র প্রার্থী আহমেদ ফয়সল শুভ পেয়েছেন ৩হাজার ৫শত ৭ভোট। জোড়াবাড়ী ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনিত আবুল হাচান(নৌকা) তার প্রাপ্তভোট ৩হাজার ৮শত ২৬। তার নিকটতম সতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন পেয়েছেন ৩হাজার ১শত ৩২ভোট। বামুনিয়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ওয়াহেদজ্জামান বুলেট (আনারস) তার প্রাপ্তভোট ৩হাজার ৮শত ৫৯। তার নিকটতম বিএনপি প্রার্থী মমিনুর রহমান(ধানের শীষ)পেয়েছেন ৩হাজার ২শত ৯৯ভোট। পাঙ্গা মটুকপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী অব্দুল মজিদ(অটোরিক্সা) তার প্রাপ্তভোট ২হাজার ৯শত ৫৩। তার নিকটতম সতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু (চশমা) পেয়েছেন ২ হাজার ৭শত ৯৫ভোট। বোড়াগাড়ী ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনিত তোফায়েল আহমেদ (নৌকা) তার প্রাপ্তভোট ৭হাজার ৯টি। তার নিকটতম সতন্ত্র প্রার্থী সহিদুল ইসলাম চৌধুরী(মোটর সাইকেল)পেয়েছেন ৪হাজার ৮শত ৩৬ভোট। ডোমার সদর ইউনিয়নে বিজয়ী হয়েছেন সতন্ত্র প্রার্থী মোসাব্বের হোসেন মানু(মটর সাইকেল)তার প্রাপ্ত ভোট ৩হাজার ৯শত ৭৮। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগ মনোনীত হাফিজুল ইসলাম হাফিজ(নৌকা)পেয়েছেন ৩হাজার ৬শত ৫৭ভোট। সোনারায় ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ(আনারস)তার প্রাপ্তভোট ৪হাজার ৫। তার নিকটতম সতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সরকার(মটর সাইকেল)পেয়েছেন ৩হাজার ৬শত ১৪ভোট। হরিনচড়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন সতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম(আনারস)তার প্রাপ্তভোট ৪হাজার ১শত ৬৩। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগ মনোনীত তৈয়বর রহমান(নৌকা)পেয়েছেন ২হাজার ৮শত ১৮ভোট।

পুরোনো সংবাদ

নীলফামারী 6250812412726203124

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item