ডোমারে শক্রুতার জেরে ঘরের পাশে পুকুর খনন।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ-

নীলফামারীর ডোমারে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ঘায়েল করতে ঘরের পাশেই পুকুর খননের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ আমবাড়ী দ্বারকামারী বাজার সংলগ্ন বাহাজ পাড়া গ্রামে। সরেজমিনে জানাযায়, উক্ত গ্রামের শফির উদ্দিনের পুত্র দিনমুজুর আশিকুল মিস্ত্রি ৫০১/১৬ দলিল মুলে গত ১৪/০৩/২০১৬ ইং তারিখে জমিদাতা বাহাজ উদ্দিনের পুত্র আমিরুল ইসলামের কাছ থেকে ৫শতক জমি খরিদ করে। বিক্রেতা আমিরুলের ভাই আমিনার রহমান পূর্ব শক্রুতার জের ধরে আশিকুল মিস্ত্রি ও তার পরিবারকে উচ্ছেদ করার উদ্দ্যেশ্যে নানাভাবে ষড়যন্ত্র করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন পূর্বে আশিকুলের বাড়ির চারদিকে পুকুর খনন করে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। যে কোন মুহুর্ত্তে তাদের বাড়ি ধষে গিয়ে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। কিছু বলতে গেলে আমিনার ও তার পরিবার লাঠি শোটা ও দেশী অস্ত্রে সজ্জিত হয়ে তাদের মারতে আসে। এতে করে তারা চরম দূর্ভোগে পড়েছে, কারণে অকারণে আমিনার ও তার স্ত্রী মহেছেনা বেগম আশিকুলের পরিবারের উপর অন্যায় অত্যাচার  করেই আসছে। অসহায় আশিকুল মিস্ত্রি স্থানীয় ভাবে বিচার শালিশ চাইতে গেলে, উল্টো তার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করে পুলিশি হয়রানী করা হচ্ছে বলে তারা যানান। গত শুক্রবার আশিকুলের কন্যা আলো মনি(৩) ও প্রতিবেশী জাকিরের ছেলে সামিউল(৪) ওই খননকৃত পুকুড়ে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের অত্যাচারে আশিকুলের পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন। বিষয়টি আশু সমাধানে কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।  

পুরোনো সংবাদ

নীলফামারী 5849651503712780878

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item