ডোমারে শিশু শ্রেনীর ছাত্রীদ্বারা বিদ্যালয়ের মাঠ ও টয়লেট বাঁধরুম পরিস্কার! অভিভাবক মহলের ক্ষোভ

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্রীদ্বারা বিদ্যালয়ের মাঠ ও টয়লেট বাঁধরুম পরিস্কার করে নেয়ার অভিযোগ উঠেছে। অভিভাবক মহল ক্ষোভ ও নিন্দা জানিয়েছে শিক্ষক ও পিয়নের বিরুদ্ধে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ডোমার সদর ইউনিয়নের (পাগলা বাজার) চিকনমাটি ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ সুত্রে যানাযায়, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ আলম ও পিয়ন ইদ্রিস আলী কাচু দির্ঘ দিন ধরে শিশু শ্রেনী ও ১ম, ২য় শ্রেনীর শিক্ষার্থীদের দ্বারা বিশাল বড় মাঠ, টয়লেট বাঁধরুম সহ ক্লাশরুম পরিস্কার করে নেয়। এতে করে কোমলমতি শিশুরা স্কুল বিমূখ হয়ে পড়ছে। যেদিন যার কাজ করার কথা সেদিন শিশুরা পরিশ্রমের ভয়ে স্কুলে আসে না। যার জন্য পরদিন ওই শিশুকে ভয়ভীতি প্রদর্শন সহ মারধর করা হয় বলে অনেক অভিভাবক জানান। ১৮মে বুধবার ২য় শ্রেনীর ছাত্রী ইমানা আক্তার কথা মনির পিতা এনতারুল ইসলাম জানান, গতকাল তার শিশুকে দিয়ে পিয়ন ইদ্রিস আলী কাচু জোর পূর্বক বিদ্যালয়ের বড় মাঠটি ঝাড়– দিয়ে নেয়। রাতে বাচ্চাটি শরির ও কোমড়ের ব্যাথায় কাঁদছিল। পরে বিষয়টি জানতে পেরে শিক্ষকদের জানালে তারা কর্ণপাত না করে আমাকেই উল্টো কথা বলে। ৩য় শ্রেনীর ছাত্র মতিউরের পিতা মমিনুর, ওরপির পিতা আতাউর জানান, কিছুদিন পূর্বে আমাদের সন্তানদের দিয়ে ওই সব কাজ করিয়েছে, সেইদিন থেকে তারা ভয়ে স্কুলে আসেনা। স্কুলের সভাপতি আঃ রহিম বলেন, শিশুদের দিয়ে ঝাড়– দেয়ার বিষয়টি সকলের সম্মতি ক্রমে আমাদের রেজুলেশনে উল্লেখ আছে। প্রধান শিক্ষক শাহ আলম জানান, যেহেতু স্কুলে কোন ঝাড়–দার নাই তাই শিক্ষক ছাত্র/ ছাত্রী মিলে দিন ভাগ করে পরিস্কার করি। এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল জানান, বাচচাদের দ্বারা এধরনের কাজ না করাই ভালো, বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবো।প্রধান শিক্ষক ও পিয়নের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জোর দাবী জানান অভিভাবকগণ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7029149888087303077

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item