ডিমলায় অপহরনের ৩ দিন পর সীমান্তে ৩য় শ্রেনীর ছাত্রীর লাশ উদ্ধার


জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় ডিমলায় অপহরনের ৩ দিন পর সীমান্তে ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার বালু চাপা লাশ উদ্ধার হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম বাসিন্দা ইয়াছিন আলীর শিশু কন্যা ইয়াসমিন আক্তার (৯.৫) গত ১লা মে বাড়ী থেকে সন্ধ্যায় নিখোঁজ হয়। ঘটনার দিন তিস্তার পাড়ে গ্রোয়িং বাধ সংলগ্ন নদীতে বিকাল বেলা ১০-১২জন মেয়েকে নিয়ে নিখোঁজ শিশু ইয়াজমিনসহ প্রতিবেশি শিশুরা খেলা করছিল। এমন সময় সেখানে অপরিচত দুইজন মানুষ তাদের খেলা দেখছিল। তাদের বয়স ২০-২৫ বছর হবে মর্মে ইয়াজমিনের খালা ও দোহলপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী হোসনে আরা  (১৩) জানায়। সে আরও বলেন, অপরিচিত দুইজন তাদের দেখে হাসাহাসি করছিলেন। সন্ধ্যায় সময় আমরা সকলে বাড়ী গেলেও ইয়াজমিন গরু আানার জন্য ক্ষেতে যায়। বাড়ীতে গরু রাখার পর অঞ্জাত যুবকদ্বয় তাকে ডেকে নিয়ে যেতে পারে মর্মে এলাকাবাসীর ধারনা। ৪ মে বুধবার এলাকাবাসী শিশুটির বাড়িথেকে ১ কিলোমিটার দূরে ভারতীয় সীমানায় তিস্তানদীর ধারে ভূট্টাক্ষেতের পাশ্বে তার মৃত দেহ পড়ে থাকতে দেখে মেয়েটির বাবাকে সংবাদ জানায়। তারা এসে মেয়েটির লাশটি সনাক্ত করে এবং ডিমলা থানা পুলিশকে খবর দিলে ডিমলা থানা ওসি তদন্ত হারেসুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে মৃত দেহটি ভারতীয় সীমানায় পড়ে থাকার কারণে লাশ ফিরে পেতে বাংলাদেশের পূর্ব ছাতনাই ইউনিয়নের থানার হাট বিজিপি ক্যাম্পে ২ ঘন্টা ব্যাপী একটি পতাকা বৈঠক হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিজিপি ৭ ব্যাটলিয়ানের অধিনায়ক কর্নেল মোস্তাফিজুর রহমান, ডিমলা থানার ওসি তদন্ত হারেসুল ইসলাম, পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান এবং ভারতের কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার ওসি রাজু শর্ম্মা। মেয়েটির মৃত দেহ ভারতীয় কর্তৃপক্ষ নিয়ে যান তারা বলেন ময়নাতদন্তের শেষে মৃত দেহ এবং রিপোট ২টিই আপনাদের কে দেওয়া হবে। প্রত্যক্ষদর্শীরা জানান মেয়েটির ২টি চোখ ও ২টি কিডনী বের করে নেওয়া হয়েছে। মেয়ের মা শোকে উম্মাদ প্রায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 



পুরোনো সংবাদ

নীলফামারী 6861867604617143336

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item