ডিজিটাল যুগের এনালগ চিত্র দুর্ভোগের শিকার হাজার হাজার পথচারী, বৃষ্টি হলেই জলাবদ্ধতা,

এ.আই পলাশ ,চিলাহাটি, নীলফামারী, প্রতিনিধি ঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বাজার এলাকার প্রধান পাকা রাস্তাটির দুইধারে ব্যবসা প্রতিষ্ঠান হওয়ায় প্রতিদিন ব্যবসায়ীরা তাদের দোকানের আবর্জনা রাস্তায় ফেলে রাখ এবং একটু বৃষিট হলেই সেই রাস্তাটি জলবদ্ধতার সৃষ্টি হয়ে কাদা, পানি, আবর্জনায় চলাচলের অযোগ্য হয়ে পরে। এতে এলাকার স্কুল কলেজের হাজার হাজার ছাত্র-ছাত্রী, পথচারী ও এলাকাবাসীকে প্রায় একযুগধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার  ভুক্তভোগী সাধারণ মানুষদের অভিযোগ প্রতিবছর ডোমার উপজেলার এই ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি হাটবাজার উন্নয়নের জন্য লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করে সরকার। তাছাড়া ইউনিয়ন ভিত্তিক উন্নয়নের বরাদ্দ তো আছেই। এই বরাদ্দ টাকায় উন্নয়ন না করে যায় কোথায়। এই রাস্তার জলাবদ্ধতা নিরসনে রাস্তার পাশ দিয়ে ড্রেন নির্মাণ হলেও রাস্তার জলবদ্ধতার পানি ড্রেনে প্রবেশের কোন পথ নেই। ইতিপূর্বে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষদের ময়লা আবর্জনা ফেলানোর জন্য বাজার এলাকায় দুইটি ডাস্টবিন সরকারীভাবে নির্মান করা হলেও বর্তমানে আজ তার কোন চিহ্নমাত্র নেই। বৃষ্টি হলেই রাস্তা ও চিলাহাটি বাজার প্রবেশের পথ বন্ধ হয়ে যায়। বর্তমানে চিলাহাটির মাছ ও মাংস বাজারে প্রবেশ পথের পাশেই বিশাল আবর্জনার স্তুপের কারণে দুর্গন্ধে সেই বাজারে প্রবেশ করা যায় না। চিলাহাটির ভিতর বাজারে পানি ও আবর্জনা নিরসনের জন্য ৬ বছর পূর্বে নতুন আঙ্গিকে ড্রেন নির্মানসহ সংস্কারের কাজ করা হয়। পথচারী ও ব্যবসায়ীদের সার্থে । বর্তমানে সেই ড্রেন মরণ খাদে পরিনত হয়েছ। বিশিষ করে বর্ষা মৌসূমে এই পাকা রাস্তা দিয়ে বড় কষ্টে চলাচল করতে হয়। ডিজিটাল বাংলাদেশে বর্তমানে টেফনাফ থেকে তেতুলীয়ার প্রতিটি জেলা, উপজেলা ও মহানগর এলাকায় বর্তমান সরকারের আমলে গ্রাম গঞ্জের হাটবাজার থেকে শুরু করে প্রতিটি এলাকার রাস্তা ঘাটের যে উন্নয়ন হয়েছে সেই তুলনায় ডোমার উপজেলাসহ চিলাহাটির বিন্দুমাত্র উন্নয়ন হয়নি। এলাকাবাসীর ভাষ্য বর্তমানে ডিজিটাল যুগে এই ধরণের রাস্তাঘাট এখনো থাকবে মানুষ বিশ্বাস করতে পারে না। এব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।

পুরোনো সংবাদ

নীলফামারী 4892191279723054650

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item