পীরগাছায় শিক্ষক বিহীন পরীক্ষা দিয়ে খাতা রেখে চলে গেল শিক্ষার্থীরা!


ফজলুর রহমান,পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

গত সোমবার রংপুরের পীরগাছায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম সাময়িক পরীক্ষার দ্বিতীয় পর্যায়ে ইংরেজি  পরীক্ষা কোন শিক্ষক ছাড়াই নিজে নিজে খাতা লিখে স্কুলে জমা রেখে বাড়ি চলে গেলেন শিক্ষার্থীরা। এঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। 
জানা গেছে, উপজেলার কৈকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমোদিত ৫ জন শিক্ষকের মধ্যে দীর্ঘদিন থেকে প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে। বাকি ৪ জনের মধ্যে নাসরিন নাহারসহ ২জন প্রেষণে, আনোয়ারুল ইসলাম নামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসুস্থ্য রয়েছেন। অপর একজন শিক্ষক রবিউল ইসলাম গত সোমবার একাই বিদ্যালয়ে যান। এসময় প্রথম সাময়িক পরীক্ষা চলছিল। গত সোমবার বিকেলে ইংরেজি পরীক্ষায় ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক রবিউল ইসলাম শিক্ষার্থীদের মাঝে খাতা ও প্রশ্ন বিতরন করে অফিসের কাজের কথা বলে পীরগাছা সদরে চলে যান। গত সোমবার বিকেলে সরেজমিনে এ প্রতিবেদক ওই বিদ্যালয়ে গেলে চোখে পড়ে অবাক করা দৃশ্য। শিক্ষার্থীরা নিজ নিজ মনে লিখছে, খেলছে আর হইচই করছে। এসময় বিদ্যালয় ঘুরে তার আশেপাশে কোন শিক্ষককে পাওয়া যায়নি। বিদ্যালয়ের অফিস রুমে গিয়ে দেখা গেছে, জাতির জনক বঙ্গবন্ধুর কোন ছবি নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি থাকলেও দীর্ঘদিন ধরে তাতে ময়লা পড়ে বিনষ্ট হওয়ার পথে। পরে শিক্ষক শুন্য বিদ্যালয়টিতে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা একা একাই নিজ মনে লিখে স্থানীয় মিজানুর রহমান নামে এক যুবকের কাছে রেখে বাড়ি চলে যান। এ বিষয়টি নিয়ে ওই এলাকার কয়েকজন অভিভাবকের সাথে কথা বললে তারা বিদ্যালয়টির নানা দুরাবস্থার কথা তুলে ধরেন এবং শিক্ষকদের এহেন কর্মকান্ডের প্রতি চাঁপা ক্ষোভ প্রকাশ করেন। এব্যাপারে ওই শিক্ষক রবিউল ইসলাম অফিসিয়াল কাজে পীরগাছায় আসার কথা স্বীকার করেন। বিষয়টি নিয়ে দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারি শিক্ষা অফিসার নাদিজা বেগম বলেন, ওই বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকার কারণে এমনটি হতে পারে। 

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1548137960490700125

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item