পীরগাছায় দরিদ্র মহিলাদের মাঝে কৈননীয়ার সেলাই মেশিন বিতরন


পীরগাছা (রংপুর)থেকে ফজলুর রহমানঃ

রংপুরের পীরগাছায় হত দরিদ্র মহিলাদের আত্মনির্ভর শীল করে গড়ে তোলার লক্ষে গতকাল বুধবার কৈননীয়া (ওঋঝঊচচজ) দারিদ্রতা দূরী করণের লক্ষে সমন্বিত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ প্রকল্পের আয়োজনে ইটাকুমারী ও অন্নদানগর ইউনিয়নে সেলাই মেশিন বিতরন ও প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আলিয়া ফেরদৌস জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন। কৈননীয়া’র ফিল্ড ম্যানেজার বিমল হেমরম এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, ইটাকুমারী ইউনিয়ন পরিষদের সচিব আঃ সাত্তার, ফিল্ড ট্রেইনার জেমস সঞ্জিব নন্দী, প্রোগ্রাম অর্গানাইজার অনিন্দ ঘাগ্রা, মার্কাস বিল্পব বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে ইটাকুমারাী ও অন্নদানগর ইউনিয়নের ২২ জন হত দরিদ্র মহিলাকে ২ মাস ব্যাপী প্রশিক্ষণ দিয়ে আত্ম নির্ভরশীল করে গড়ে তোলার লক্ষে সেলাই মেশিন বিতরন করা হয়। এছাড়াও ওই প্রকল্পের আওতায় ৪০টি দলের ৮৯ জনকে হাঁস-মুরগী, ছাগল, ভ্যান ও ক্ষুদ্র ব্যবসার জন্য সহায়তা প্রদান করা হয়। 

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 4237517396105134494

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item