ধনতোলা ঠাকুরপাড়ায় বাসন্তী উৎসবে আরতি প্রতিযোগীতা পুরস্কার বিতরণী ও নৃত্য পরিবেশন


হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ


উৎসব মুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়ে নর ঐতিহ্যবাহী হিন্দু পল্লী ধনতোলা ঠাকুরপাড়ায় শ্রী শ্রী বাসন্তীপুজা উৎসবে আরতি প্রতিযোগীতা পুরস্কার বিতরণী আলোচনা সভা ও নৃত্য পরিবেশন। গত শনিবার উৎসবের মহা বিজয় দশমীতে রাত্রি ৮ টায় পুজা মন্ডপের সামনে বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী ভক্ত দর্শক শ্রোতা ও শুভাকাঙ্খীদের সমবেতর মধ্য দিয়ে আরতি প্রতিযোগীতা ও নৃত্য পরিবেশন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজা উৎসব উদযাপন কমিটির  সভাপতি খগেন চন্দ্র মহন্ত, সম্পাদক বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব গুরুদাস গোস্বামী, অর্থ সম্পাদক দয়াল চন্দ্র মহন্ত সদস্য অধীর চন্দ্র মহন্ত, ফুলবাবু, নয়ন চন্দ্র মহন্ত, মারেয়া নলিনী চন্দ্র মহন্ত। দ্বিতীয় অধিবেশন নয়ন চন্দ্র মহন্তের পরিচালনায় আরতি প্রতিযোগীতায় নৃত্য পরিবেশন করেন বর্ষা রানী গোস্বামী, সুখমনি মহন্ত, ববি, সীতা, বন্যা, অর্পিতা, পুজা, পাখি, ঝর্ণা, স্বপ্না,  জীবন, শুভ, সুমন, চন্দন, জয়, রিপন, অন্তর, অর্পন, নির্মল, ফুলবাবু, নিতাই ও গৌরাঙ্গ। তৃতীয়তে ক্ষুদে নাট্যকার আপন  মহন্তের পরিচালনায় “বিয়ের ভাইভ্”া নামে একটি নাটিকায় অভিনয় করেন আপন, অর্পন, অমিত, অন্তর, কমলেষ, কাজল, সাগর। শেষে পুজা কমিটির নেতৃবৃন্দ আরতি প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘দৈনিক যুগের আলো’র পাগলাপীর প্রতিনিধি হাবিবুর রহমান সেলিমকে শুভেচ্ছা স্মারক হিসেবে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। জানাগেছে গত মঙ্গলবার মহা ষষ্ঠী পুজা পালনের মধ্য দিয়ে শুরু হয় টানা ৫দিন ব্যাপী শ্রী শ্রী বাসন্তীপুজা উৎসব।


পুরোনো সংবাদ

রংপুর 3358957067319251596

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item