সুন্দরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মুহাম্মদ শামীম সরকার শাহীন,গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও এসকেএস ফাউ-শন এর স্ট্রেনদেনিং কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস ইন নর্দান বাংলাদেশ (এসবিএলএসএনবিডি) প্রকল্পের সার্বিক সহযোগিতায় সারাদেশের ন্যায়সুন্দরগঞ্জ উপজেলায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৬’ পালিত হয়েছে।দিবস উদ্যাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহি অফিসার ভারপ্রাপ্ত হাবিবুল আলমের সভাপতিত্বে ‘গরীব দুঃখীর বিচার পাওয়ার অধিকার বর্তমান সরকারের অঙ্গীকার’ বিষয়ের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রেজিয়া বেগম, উপজেলা লিগ্যাল এইড অফিসার মহিতোষ কুমার রায়, দহবন্দ ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য ও ইউপি মেম্বার মশিয়ার রহমান প্রমূখ। র‌্যালীতে উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, এসসিএলএস প্রকল্পের বিভিন্ন এলাকার নারী দলের ও কিশোরীদলের সদস্য, এসকেএস এর বিভিন্ন প্রকল্পের কমকর্তা এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিসহসর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, যুক্তরাজ্য সরকারের অর্থায়নে এবং ম্যাক্সওয়ের স্ট্যাম্প (পিএলসি), বৃটিশ কাউন্সিল ও সেন্টার ফর ইকেটিভ ডিসপিউট রেজুলেশন এর সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশন ২০১৪ সালের এপ্রিল মাস থেকে গাইবান্ধা জেলার ৫ টি উপজেলার ৫৫ টি ইউনিয়নে যার মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়নে দরিদ্র, অস্বচ্ছল ও অসহায় জনযোষ্ঠী বিশেষ করে নারী ও শিশুদের আইনগত সহায়তা ও ন্যয়বিচার প্রাপ্তির লক্ষ্যে এসসিএলএস প্রকল্পের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করেছে।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 4735087739729457951

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item