পাগলাপীরে খেলার মাঠ সংকটে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে চরম অন্ধকার

হাবিবুর রহমান সেলিম পাগলাপীর থেকেঃ
রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে কোন খেলাধুলার মাঠ না থাকায় শত শত প্রতিভাময়ী ফুটবলার,ক্রিকেটার, হাডুডু সহ নানা খেলোয়ারদের মেধা থাকা সত্ত্বেও অকালে ঝড়ে পড়ায় আজ পাগলাপীরের ক্রীড়াঙ্গণে নেমে এসেছে চরম অন্ধকার। অথচ একটা সময় ছিল ক্রীড়াঙ্গণে পাগলাপীর কত নাম যশ খ্যাতি সুনাম। যে কোন ক্লাব সংঘ বা প্রতিষ্ঠান নাম শুনলে পাগলাপীরে ফুটবল, ক্রিকেট, হাডুডু সহ যে কোন খেলাধুলায় অংশ গ্রহন করত। কিন্তু কালের পরিক্রমায় সময়ের ব্যবধানে একটি খেলার মাঠের সংকটে ক্রীড়াঙ্গন থেকে পাগলাপীরের নাম যশ সুনাম খ্যাতি অর্জন সবই যেন আজ হারিয়ে যেতে বসেছে। এদিকে পাগলাপীরে একটি খেলার দাবিতে পাগলাপীর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সময় অসময় প্রতিষ্ঠান কতৃপক্ষের কাছে স্মারক লিপি, মিছিল, সভা , সমাবেশ অবরোধ সহ নানা কর্মসুচী পালনে অব্যহত আন্দোলন সংগ্রাম চালিয়ে গেলেও কার্যত সুফল বা প্রতিফলন ঘটাতে পারেনি আন্দোলনকারীরা। বরং মাঠের দাবীতে নাম কুড়িয়ে আন্দোলন কারীরা কর্তৃপক্ষের দেওয়া উপঢৌকন ভাগ বাটোয়ারা আর ভুরি ভোজ জোটালেও পাগলাপীর বাসির ভাগ্যে আজও মেলে নি খেলার মাঠ। জানাগেছে পাগলাপীর বন্দরে অবস্থানরত পাগলাপীর স্কুল এন্ড কলেজ, সহ ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু কোন শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোন খেলাধুলার মাঠ। দু’একটি প্রতিষ্ঠানে খেলার মাঠ থাকলেও সর্বসাধারণের ব্যবহারের জন্য রয়েছে বাঁধা নিষেধ। তবে পাগলাপীর স্কুল এন্ড কলেজের বন্দরের উপকন্ঠে সৈয়দপুর দিনাজপুর হাইওয়ে রোডস্থ শত কোটি টাকা মুল্যের একটি খেলাধুলার মাঠ থাকলেও সেখানে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ গত দুই যুগ পূর্বে গড়ে তুলেছেন হাটবাজার, যা পাগলাপীরের একমাত্র কাচা বাজার বা নামার হাট বলে অঞ্চলের বিভিন্ন মহলের কাছে আজ পরিচিত। ফলে একটি মাত্র খেলাধুলার মাঠ ছিল সেটিও ব্যবসায়ীক প্রতিষ্ঠান গড়ে উঠায় আজ পাগলাপীরের তরুণ প্রজন্মরা বঞ্চিত হচ্ছে ক্রীড়াঙ্গণের নানান সুযোগ সুবিধা থেকে।

পুরোনো সংবাদ

রংপুর 5507684164607559859

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item