রঙিলা পোশাক

কয়েকদিন পরেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ। বাঙালির প্রাচুর্যের প্রতীক বৈশাখকে বরণ করতে চারদিকে চলছে মহাপ্রস্তুতি। বৈশাখের উৎসব হয়ে উঠেছে বাঙালির ঐক্যের উৎসব। পয়লা বৈশাখে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, তার বড় অনুষঙ্গ নতুন পোশাক। কেমন ভাবে সাজাব নিজেকে—বৈশাখের প্রথম দিনটিতে সবার এ নিয়ে আগাম প্রস্তুতি থাকে। বৈশাখের রঙিলা পাৈশাক নিয়ে এবারের মূল ফিচার।
ইস্টার্ন ফ্যাশনে এবার থাকছে সিম্পল প্যাটার্ন ও স্লিমফিট ফিটিংস। ইন্ডাস্ট্রিয়াল ডিপ ডায়িংয়ে থাকছে লাল-সাদার শেড। ট্রাইবাল ভিনটেজ ফেব্রিক বৈচিত্র্য ফ্যাশনে দিবে ভিন্নতা দিনে বা উৎসবের সঙ্গে তালমিলিয়ে বদলে গেছে পোশাকের ঢং বা রং। আর্বিভাব ঘটেছে নিত্য-নতুন ফ্যাশনের। টেলারিং জামা-কাপড়ের পরিবর্তে বাজারে এসেছে হরেক রকমের রেডিমেড ব্র্যান্ড। নতুনের আগমনে অস্তিত্ব বাঁচাতে বেসিক ইনস্টিংক্ট বজায় রেখে পালটে গেছে ফ্যাশনের স্টাইল। যার জেরেই বৈশাখে তাঁতের শাড়ি বা কামিজে ট্র্যাডিশন বদলে জায়গা করে নিয়েছে হাফ সিল্ক, বা লিলেন কটন, ভয়েল বা জয় সিল্ক। ধুতি, পাঞ্জাবি তার চিরপরিচিত আটপৌরে খোলস থেকে ‘সুইচওভার’ করেছে কুর্তা-কুর্তি, পাটিয়ালাতে।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 673947296944178708

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item